গুরুদাসের লড়াইকে স্মরণ মনমোহনের

দিল্লিতে সোমবার সিপিআইয়ের কেন্দ্রীয় দফতর অজয় ভবনে গুরুদাসবাবুর স্মরণ-সভায় মনমোহনের পাশাপাশিই উপস্থিত ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, জেডি (ইউ) নেতা শরদ যাদব প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ০০:৫৫
Share:

সিপিআইয়ের প্রয়াত প্রাক্তন সাংসদ ও শ্রমিক নেতাকে শ্রদ্ধার্ঘ্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। —নিজস্ব চিত্র।

সংসদে দাঁড়িয়ে বহু বারই তাঁর সরকারের নানা সিদ্ধান্ত বা নীতির প্রতিবাদে মুখর হতেন সদ্যপ্রয়াত নেতা। তবে নিজের আদর্শের প্রতি আনুগত্য এবং শ্রমিক-সহ সাধারণ মানুষের অধিকার আদায়ে জোরালো লড়াইয়ের জন্য মনে রাখতে হবে গুরুদাস দাশগুপ্তকে। সিপিআইয়ের প্রয়াত প্রাক্তন সাংসদ ও শ্রমিক নেতাকে এ ভাবেই স্মরণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

Advertisement

দিল্লিতে সোমবার সিপিআইয়ের কেন্দ্রীয় দফতর অজয় ভবনে গুরুদাসবাবুর স্মরণ-সভায় মনমোহনের পাশাপাশিই উপস্থিত ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, জেডি (ইউ) নেতা শরদ যাদব প্রমুখ। ছিলেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা-সহ দলের কেন্দ্রীয় নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন