মাতঙ্গের জামিন নামঞ্জুর

টাকা ফেরত দেওয়ার শর্তে জামিন চেয়েছিলেন তিনি। সারদা মামলায় ধৃত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের সেই আবেদনও বুধবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সারদা-কাণ্ডের তদন্তে নেমে ৩১ জানুয়ারি মাতঙ্গকে গ্রেফতার করেছিল সিবিআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০২:৩২
Share:

টাকা ফেরত দেওয়ার শর্তে জামিন চেয়েছিলেন তিনি। সারদা মামলায় ধৃত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের সেই আবেদনও বুধবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সারদা-কাণ্ডের তদন্তে নেমে ৩১ জানুয়ারি মাতঙ্গকে গ্রেফতার করেছিল সিবিআই।

Advertisement

বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তাপস মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এ দিন ওই জামিন-মামলার শুনানি ছিল। মাতঙ্গের আইনজীবী সুদীপ্ত মিত্র আদালতে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে সারদা থেকে ২৮ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মাতঙ্গ সেই টাকা এখনই ইডি-কে ফেরত দিতে রাজি। তাঁকে জামিন দেওয়া হোক। ওই আইনজীবী জানান, সারদার কর্ণধার সুদীপ্ত সেনের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন বলিউডের এক অভিনেতা। তিনি টাকা ফেরত দেওয়ায় সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেয়নি।

জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী কে রাঘবচারিলু জানান, মাতঙ্গ তাঁর টিভি চ্যানেল সুদীপ্তের কাছে ২৮ কোটি টাকায় বিক্রি করার আগে একাধিক ব্যক্তিকে বিক্রি করেছেন। ওই অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। অভিনেতা টাকা নিয়েছিলেন সারদার একটি টিভি চ্যানেলের হয়ে কাজ করার জন্য। সেই চ্যানেল চালু না-হওয়ায় তিনি টাকা ফেরত দেন। দু’পক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে দেয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন