হাওড়ার মাতৃভূমি লোকালে পুরুষদের প্রবেশাধিকার বহাল রাখল রেল

হাওড়ার মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রীদের প্রবেশাধিকার বহাল রাখল রেল। তারা জানিয়েছে, মাতৃভূমি লোকালের মহিলা কামরাগুলি সহজে চেনার জন্য প্রয়োজনে বিশেষ কোনও ব্যবস্থা নেওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৫ ১৯:৪২
Share:

হাওড়ার মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রীদের প্রবেশাধিকার বহাল রাখল রেল। তারা জানিয়েছে, মাতৃভূমি লোকালের মহিলা কামরাগুলি সহজে চেনার জন্য প্রয়োজনে বিশেষ কোনও ব্যবস্থা নেওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

চার মাস আগে শিয়ালদহ মেন ও বনগাঁ শাখার মাতৃভূমি লোকালে পুরুষদের ওঠা নিয়ে গোলমাল হয়। তার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে রেলমন্ত্রী সুরেশ প্রভু জানান, মাতৃভূমি লোকাল মহিলাদের জন্যই পুরো সংরক্ষিত করা হবে। শিয়ালদহ ডিভিশনে সেই ব্যবস্থা চালু হলেও হাওড়া ডিভিশনের মাতৃভূমি লোকালের চারটি কামরা পুরুষদের জন্য বরাদ্দ করা হয়। রেল বোর্ড জানিয়েছে, হাওড়া ডিভিশনে রেকের অভাব রয়েছে। তার ফলে ব্যস্ত সময়ে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য মাতৃভূমির চারটি কামরায় পুরুষদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। তাই মঙ্গলবার হাওড়া শাখার মাতৃভূমি লোকাল থেকে দীপু শর্মা নামে এক পুরুষযাত্রীকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগের পরেও মাতৃভূমি লোকালে পুরুষদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা যাচ্ছে না।

রেল মন্ত্রক সূত্রের খবর, মাতৃভূমি লোকালে মহিলা কামরাগুলি বিশেষ রং করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল পূর্ব রেলকে। এর ফলে মহিলা ও সাধারণ কামরা চিনতে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করেছিলেন রেলের শীর্ষ কর্তারা। কিন্তু পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আর কে গুপ্ত জানিয়েছেন, ওই ট্রেনটিকে পরে জেনারেল ট্রেন হিসাবে চালানো হলে সমস্যা হতে পারে। তাই এই পদক্ষেপ সম্ভব নয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন