SIR

সহজ করতে হবে এসআইআর প্রক্রিয়া,পদযাত্রা করে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে মমতাবালার মতুয়া সংগঠন

আগামী ১ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় শিয়ালদহ স্টেশনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফে। সেখান থেকে পতাকা, কাঁসি, ডঙ্কা নিয়ে পদযাত্রা করে কমিশনের দফতরে যাবেন মতুয়ারা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২৩:৫৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার জন্য বেশ কিছু দাবি রেখে অনশন কর্মসূচি গ্রহণ করেছিল মতুয়া সংগঠন অল ইন্ডিয়া মতুয়া সংগঠন। দাবি ছিল, মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব ও উদ্বাস্তুদের নাম তালিকা থেকে বাদ না দেওয়ার। দাবি পূরণ না হলে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরপন্থী মতুয়া সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী। এই পরিস্থিতিতে পদযাত্রা করে নির্বাচন কমিশনের দফতরে স্মারকলিপি দেবেন মতুয়ারা।

Advertisement

আগামী ১ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় শিয়ালদহ স্টেশনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফে। সেখান থেকে পতাকা, কাঁসি, ডঙ্কা নিয়ে পদযাত্রা করে কমিশনের দফতরে যাবেন মতুয়ারা। স্মারকলিপি দিয়ে দাবি জানানো হবে এসআইআর প্রক্রিয়া সহজ করার জন্য। দাবি, বিশেষ নিবিড় সংশোধনে সার্বিক ভাবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে ও ভোটার তালিকা থেকে কোনও মতুয়ার নাম বাদ দেওয়া যাবে না। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বিগত লোকসভা নির্বাচনে যাঁরা ভোট দিতে পেরেছিলেন, অন্তত তাঁদের নাম যেন তালিকায় রাখা হয়।

মমতাবালার সংগঠন ইতিমধ্যেই ঘোষণা করেছিল ডিসেম্বরে নিজেদের দাবিতে দিল্লিতে গিয়ে ধর্না ও সমাবেশ কর্মসূচির। তার আগে আরও একবার ডেপুটেশন দিতে চলেছে সংগঠন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement