পূরণ হয়নি ফর্ম, সঙ্কট এমবিবিএসে

এমবিবিএসের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে মাত্র তিন দিন বাকি। কিন্তু পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, তাঁরা ফর্ম পূরণ করতে পারেননি। অধিকাংশের কাছে অ্যাডমিট কার্ডও পৌঁছয়নি। এই অবস্থায় কী ভাবে তাঁরা পরীক্ষায় বসবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮ ০২:২৩
Share:

এমবিবিএসের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে মাত্র তিন দিন বাকি। কিন্তু পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, তাঁরা ফর্ম পূরণ করতে পারেননি। অধিকাংশের কাছে অ্যাডমিট কার্ডও পৌঁছয়নি। এই অবস্থায় কী ভাবে তাঁরা পরীক্ষায় বসবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Advertisement

স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এমবিবিএস এবং বি়ডিএস কোর্সের যাবতীয় পরীক্ষার ফর্ম পূরণ এবং ফল প্রকাশের দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ওই সংস্থা সময় মতো পরিষেবা দিতে পারছে না। ডেন্টাল কলেজগুলিতে বিডিএস পরীক্ষার তিন মাস পরেও কোনও বর্ষেরই ফল প্রকাশিত হয়নি।

সময়মতো ফর্ম পূরণ এবং ফল প্রকাশের দাবিতে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু ওই দু’জন তাঁদের সঙ্গে দেখা করেননি। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা বলেন, ‘‘পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না-হয়, সে-দিকে বিশ্ববিদ্যালয়ের নজর রয়েছে। সময়মতো সব হয়ে যাবে। কোনও সমস্যা হবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement