প্রতীকী ছবি।
ভাইয়ের নামে ভুয়ো সাক্ষ্য দিতে এসে ধরা পড়লেন এক ব্যক্তি। শক্তিপদ দাস নামে অভিযুক্তকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। ধৃতের বাড়ি রামনগর-১ ব্লকের পদিমা পঞ্চায়েত এলাকায়।
পুলিশ সূত্রের খবর, সোমবার কাঁথি মহকুমা শাসকের আদালতে সম্পত্তি নিয়ে একটি মামলার শুনানি চলছিল।মামলায় ১০৭ ধারায় সাক্ষ্য দিতে ডেকে পাঠানো হয় মুক্তিপদ দাস এবং তার স্ত্রী মিনতি দাসকে। কাঁথি মহকুমা শাসকের ডেপুটি ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষ্যগ্রহণ চলছিল। মিনতির সাক্ষ্য দেওয়ার পরেই ডাক পড়ে তাঁর স্বামী মুক্তিপদর। কিন্তু সশরীরে হাজির হন মুক্তিপদর ভাই শক্তিপদ। বিষয়টি জানতে পেরে আপত্তি জানান বিরোধী পক্ষের আইনজীবী। মুক্তিপদর পরিবর্তে সাক্ষ্য দিতে হাজির হওয়া শক্তিপদর সঠিক পরিচয় যাচাই করেন প্রশাসনিক আধিকারিকেরা। তাতেই গোলযোগ ধরা পড়ে। এর পরে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় কাঁথি থানার পুলিশ। সোমবার রাতে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে শক্তিপদকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। এক হাজার টাকার বন্ডের বিনিময়ে তার ব্যক্তিগত জামিন মঞ্জুর করেন বিচারক।
কাঁথির মহকুমাশাসক আদিত্য বিক্রম মোহন হিরানি বলেন, ‘‘একজনের পরিবর্তে অন্য জনের সাক্ষ্য দেওয়া ম্যাজিস্ট্রেটের আদালত অবমাননা করার শামিল। এ ধরনের কিছু ঘটে থাকলে প্রশাসন আইন মেনে ব্যবস্থা নিয়েছে।’’