ধর্ষণে দশ বছর কারাদণ্ড

ধর্ষণের দায়ে এক গুণিনকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল ঝাড়গ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ০০:৪৪
Share:

ধর্ষণের দায়ে এক গুণিনকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল ঝাড়গ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। মঙ্গলবার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিভাসরঞ্জন দে এই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রঞ্জিত সিংহকে দশ হাজার টাকা জরিমানাও ধার্য করেছে আদালত। অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাবাস। বছর পঁয়ত্রিশের রঞ্জিতের বাড়ি বেলিয়াবেড়া থানার বেলডিহি গ্রামে। গত বছরের গোড়ায় ওই গ্রামের এক তরুণী অসুস্থ হয়ে পড়েন। রঞ্জিত জানায়, ভূত না ছাড়ালে মেয়েটি সুস্থ হবে না। এ জন্য নিজের বাড়িতে মেয়েটিকে এর রাত রেখে ঝাড়ফুঁক করার নিদান দেয় রঞ্জিত। সেই সুযোগেই রঞ্জিত ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ১৯ মার্চ ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement