Road accident

পুজোর বাজার সেরে ফেরা হল না যুগলের

ঝাড়গ্রাম থেকে পুজোর বাজার করে দহিজুড়ি ফিরছিলেন শুভ ও মৌ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২০ ০১:২৪
Share:

ছবিতে শুভ কর ও মৌ মন্ডল; নিজস্ব চিত্র ।

মহাষষ্ঠীর দুপুরে দুর্ঘটনায় মৃত্যু হল যুগলের। বৃহস্পতিবার ঝাড়গ্রামের বেতকুন্দ্রিতে ৫ নম্বর রাজ্য সড়কে বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কায় মারা যান বাইক আরোহী শুভ কর (২৪) ও মৌ মণ্ডল (২১)।

Advertisement

ঝাড়গ্রাম থেকে পুজোর বাজার করে দহিজুড়ি ফিরছিলেন শুভ ও মৌ। বেতকুন্দ্রির রাস্তার বাঁকে উল্টোদিক থেকে ঝাড়গ্রামগামী একটি পিকআপ ভ্যান চলে আসে। পিকআপ ভ্যানের চালক ও শুভ দু’জনেই ব্রেক কষেন। কিন্তু পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়েন শুভ ও মৌ। ভ্যানটিও উল্টে যায়। ঘটনাস্থলে পৌঁছয় বিনপুর ও ঝাড়গ্রাম থানার পুলিশ। আসেন ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়, জেলার ডিএসপি (ট্রাফিক) তুষার পাঠক। শুভ ও মৌকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশা‌লিটিতে নিয়ে গেলেও বাঁচানো য়ায়নি। পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।

শুভর বাড়ি দহিজুড়িতে। তিনি কেবল্‌ টিভির ব্যবসা করতেন। তাঁর বাবার বড় মিষ্টির দোকান রয়েছে। মৌয়ের বাড়ি আঁধারিয়া গ্রামে। মৌ ও শুভর প্রণয়ের সম্পর্ক দুই পরিবার মেনে নিয়েছিল। তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। যুগলের এমন পরিণতিতে শোকাহত সকলেই। একমাত্র ছেলেকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শুভর বাবা উত্তম কর ও মা সরস্বতী। মৌয়ের জেঠতুতো দাদা দীপঙ্কর মণ্ডল বলেন, ‘‘শুভর সঙ্গে মৌ শাড়ি কিনতে গিয়েছিল। খবর পেয়ে যখন পৌঁছই তখন সব শেষ।’’ শুভর জেঠতুতো দাদা সন্দীপ করের আক্ষেপ, ‘‘কোত্থেকে কী যে হয়ে গেল!’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন