Sreenanda Shankar

বড়দিনের ছুটিতে লন্ডনে ঘুরতে গেলেন শ্রীনন্দাশঙ্কর, মন ভাল করতেই কি এই পরিকল্পনা?

বড়দিনে সবাই কোথাও না কোথাও ঘুরতে যায়। তেমনই লন্ডনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা শ্রীনন্দাশঙ্করের। তাতেই উঠছে নানা প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭
Share:

কেন লন্ডনে গেলেন শ্রীনন্দাশঙ্কর? ছবি: সংগৃহীত।

চারিদিকে বরফের চাদর। সেই বরফে ঢাকা রাস্তা সাজানো হয়েছে আলো দিয়ে। মাঝে ‘ক্রিসমাস ট্রি’, ‘সান্তাক্লজ়’-এর সাজসজ্জা। ডিসেম্বরে এই ভাবেই সেজে ওঠে লন্ডন। ২৫ ডিসেম্বরের আগে লন্ডনে পাড়ি দিলেন শ্রীনন্দাশঙ্কর। যিশুখ্রিস্টের জন্মদিনের আগে হঠাৎ কেন দেশ ছাড়লেন তিনি?

Advertisement

যদিও শীতের এই সময়টায় ঘুরতে যেতে ভালবাসেন অনেকেই। মুম্বইয়ের প্রায় সব তারকাই এই সময়ে নতুন বছরকে স্বাগত জানাতে বিদেশে পাড়ি দেন। যদিও শ্রীনন্দা অন্য কারণ দেখিয়েছেন। তাঁর চারিদিকে যে নেতিবাচক বলয় তৈরি হয়েছিল এত দিন ধরে, তা দূর করতেই এই ভ্রমণ। তাঁর লেখা পড়ে আঁচ করা যায়, মন ভাল করতেই এই পরিকল্পনা করেছেন তিনি। জীবনে পরিবর্তন আনতে অনেকেই এই ধরনের ভ্রমণে গিয়ে থাকেন।

২৪ ঘণ্টাও হয়নি শ্রীনন্দা নিজের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। ১৬ বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার পরেই লন্ডনে ঘুরতে যাচ্ছেন। ফলে দুইয়ে দুইয়ে চার করেছেন অনেকে। শ্রীনন্দার সঙ্গে স্বামী এবং তাঁর শাশুড়িরও অনেক ভিডিয়ো দেখেছে সবাই। সেই সূত্রেই তিনি জানিয়েছেন, সমাজমাধ্যমের সব কিছু সব সময় সত্যি হয় না। শ্রীনন্দার ঘনিষ্ঠমহলের আলোচনা এই ঘটনায় তাঁর জীবনে অনেক পরিবর্তন এসেছে। তাই কিছু দিনের জন্য পরিবেশ বদলাতেই ঘুরতে গিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement