home

মেদিনীপুরের হোম থেকে পলাতক তিন আবাসিক, তল্লাশি চালাচ্ছে পুলিশ

মাস চারেক আগে এখান থেকে পালিয়েছিল তিন জন। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয়েছিল তাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ১৬:৩২
Share:

এই হোম থেকে পালিয়েছে আবাসিকেরা। নিজস্ব চিত্র।

ফের হোম থেকে পালাল তিন আবাসিক। মেদিনীপুর শহর লাগোয়া রাঙামাটি এলাকায় রয়েছে বিদ্যাসাগর বালিকা ভবন। সেখানেই বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা। মাস চারেক আগে এখান থেকে পালিয়েছিল তিন জন। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয়েছিল তাদের। এই ঘটনার পর পলাতক আবাসিকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, হোমের পাঁচিল টপকে পালিয়েছে তিন আবাসিক। এরা গত ৪-৫ বছর ধরেই এই হোমে থাকত। ইতিমধ্যেই তিন আবাসিকের খোঁজে তল্লাশি শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

বার বার এ রকম ঘটনা ঘটায় হোমের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ জানিয়েছে পলাতকদের খোঁজ চালানো হচ্ছে। অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত) কুহুক ভূষণ বলেছেন, ‘‘ঘটনা পুলিশকে জানানো হয়েছে। তদন্ত করে দেখছে পুলিশ। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement