ধৃতদের নিয়ে যাচ্ছে পুলিশ। —নিজস্ব চিত্র।
ডাকাতির আগেই ডাকাতদলকে চিহ্নিত করে ফেলেছিল পুলিশ। কিন্তু তাদের ধরতে যেতেই ছুটে এল গুলি। সঙ্গে সঙ্গে থানায় খবর দেন পুলিশকর্মীরা। ডাকা হয় আরও বাহিনী। এর পর রাস্তা ঘিরে ডাকাতদলের তিন সদস্যকে পাকড়াও করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের সকলের বাড়ি বীরভূমের কাঁকরতলা এলাকায়।
জানা গিয়েছে, সোমবার রাতে রাজনগর থানা এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি দল। সেই সময় রাজনগরের মুরাদগঞ্জ-আড়ালি রাস্তায় দুটি বাইক নিয়ে কয়েক জন যাচ্ছিল। তাদের দেখে সন্দেহ হয় পুলিশের।
অন্য দিকে, পুলিশ তাদের পিছু নিচ্ছে দেখেই একটি বাইকে থাকা তিন জন এলোপাথাড়ি গুলি চালায়। চমকে গেলেও পিছু হটেনি পুলিশ। সঙ্গে সঙ্গে ওই পুলিশকর্মীরা পাশের থানার পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে বাহিনী যায় ঘটনাস্থলে। পুরো রাস্তা ঘিরে ফেলে বাহিনী। তার মধ্যেও তিন জন একটি বাইক নিয়ে পালিয়ে যায়। বাকি তিন জনকে হাতেনাতে ধরে পুলিশ। নিয়ে যাওয়া হয় থানায়।
মঙ্গলবার ধৃতদের আদালতে হাজির করানোর আগে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আদালতে সরকারি আইনজীবী জানান, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সেই প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে। বাকি তিন পলাতকের খোঁজ শুরু করেছে পুলিশ। ধৃতদের কাছে থেকে মাদকও উদ্ধার হয়েছে। তাদের জেরা করে জানা গিয়েছে, সোমবার রাতে ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা।