‘শিক্ষারত্ন’ পূর্বের পাঁচ

শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষারত্ন’ সম্মান পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ শিক্ষক। রাজ্য বিদ্যালয় শিক্ষা দফতর থেকে জেলার বিদ্যালয় পরিদর্শকের অফিসে নামের পুরস্কার প্রাপকদের নামের তালিকা এসে পৌঁছেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৩
Share:

শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষারত্ন’ সম্মান পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ শিক্ষক। রাজ্য বিদ্যালয় শিক্ষা দফতর থেকে জেলার বিদ্যালয় পরিদর্শকের অফিসে নামের পুরস্কার প্রাপকদের নামের তালিকা এসে পৌঁছেছে। জেলার পাঁচ পুরস্কার প্রাপক হলেন, কাঁথির সারদা দক্ষিণপল্লি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় জানা, বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক রাধামাধব জানা, তমলুকের খারুই ইউনিয়ন হাইস্কুলের শিক্ষক বিশ্বনাথ প্রধান, নন্দীগ্রামের কাঞ্চননগর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জাকারিয়া ও হলদিয়ার পরাণচক শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক দীপনারায়ণ জানা। আগামী ৫ সেপ্টেম্বর কলকাতার নজরুল মঞ্চে শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্য বিদ্যালয় শিক্ষা দফতরের পক্ষ থেকে এই শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement