জাতীয় সড়ক দুর্ঘটনায় আহত কারখানার কর্মী

জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পড়ে থাকা এক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল পুলিশ। বুধবার ভোররাতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার বাখরাবাদ গ্রামের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ঘটনা। লক্ষ্মণ দাস নামে বছর চল্লিশের ওই ব্যক্তি হলদিয়ার দুর্গাচক এলাকার কুমারচক গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারি কারখানার গাড়ির চালক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০১:১৬
Share:

জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পড়ে থাকা এক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল পুলিশ। বুধবার ভোররাতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার বাখরাবাদ গ্রামের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ঘটনা। লক্ষ্মণ দাস নামে বছর চল্লিশের ওই ব্যক্তি হলদিয়ার দুর্গাচক এলাকার কুমারচক গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারি কারখানার গাড়ির চালক।

Advertisement

আহত ওই ব্যক্তিকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার কারখানায় গাড়ি চালকের কাজের পাশাপাশি লক্ষণবাবুর গাড়ির ব্যবসা রয়েছে। মঙ্গলবার রাতে ব্যবসার কাজে লক্ষ্মণবাবু একাই মোটরসাইকেল চড়ে হলদিয়ার দিক থেকে ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে মেচেদা আসছিলেন। পথে নন্দকুমার থানার বাখরাবাদের কাছে একটি গাড়ি তাঁর মোটরসাইকেলে ধাক্কা মারলে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের একধারে ছিটকে পড়ে যান। সেই সময় স্থানীয় একটি অনুষ্ঠান থেকে ফেরা কিছু ব্যক্তি তাঁকে মৃত ভেবে নন্দকুমার থানায় ফোন করে পুলিশের কাছে খবর দেন। এরপর নন্দকুমার থানার এএসআই আমিনুল ইসলাম-সহ কয়েকজন পুলিশ কর্মী ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement