বন্যপ্রাণ নিয়ে নয়া কোর্স বিদ্যাসাগরে

সূচনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। সহযোগিতায় রয়েছে ‘নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি’ নামে একটি সংস্থা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৫
Share:

কোর্সের সূচনায় উপাচার্য। —নিজস্ব চিত্র।

বন্যপ্রাণ নিয়ে পড়ার সুযোগ এ বার বিদ্যাসাদর বিশ্ববিদ্যালয়ে। ‘ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট’ নামে নতুন এক সার্টিফিকেট কোর্সের সূচনা হয়েছে সোমবার। সূচনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। সহযোগিতায় রয়েছে ‘নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি’ নামে একটি সংস্থা।

Advertisement

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘সেন্টার ফর কন্টিনিউইং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন’ নামে এক কেন্দ্র রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাইরের ছাত্রছাত্রীরাও এখানে পড়াশোনা করতে পারেন। ওই কোর্সের সূচনার পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, ‘‘বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রথম। তবে এই সার্টিফিকেট কোর্স অনেক বিশ্ববিদ্যালয়েই রয়েছে। দেশের ভাল বিশ্ববিদ্যালয়গুলো এমন সার্টিফিকেট কোর্স করায়।’’ তিনি বলেন, ‘‘এই সার্টিফিকেট কোর্স শুধু এই বিষয়ের উপরে নয়, অনেক বিষয়ের উপরে হবে।’’ বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর কন্টিনিউইং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন’- এর ডিরেক্টর অনিমেষ কর জানান, সব মিলিয়ে ১৬টি বিষয়ের উপরে এমন সার্টিফিকেট কোর্স চালু হবে। একে একে বাকি কোর্সগুলো শুরু হবে।

সোমবার ওই কোর্সের সূচনায় অনান্যদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক জয়ন্তকিশোর নন্দী, ‘ন্যাচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি’- র তরফে বিশ্বজিৎ রায়চৌধুরী প্রমুখ। এমন কোর্সের গুরুত্ব ঠিক কোথায়? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জনবাবু বলেন, ‘‘সার্টিফিকেট কোর্স দু’ধরনের হয়। একটা হয় পেশাদারি কোর্স। পেশাদারি বিষয়ের উপরে। বিভিন্ন ক্ষেত্রের উপরে। যেমন আর্কিওলজি, আর্কাইভের উপর হতে পারে। ট্যুরিজমের উপর হতে পারে। আরেকটা হচ্ছে সিলেবাসের মধ্যে কোনও কোনও বিষয় থাকে যেগুলো হয়তো খুব বিস্তারিতভাবে পড়ানোর সুযোগ থাকে না তার উপরে।’’

Advertisement

উপাচার্য বলেন, ‘‘এই কোর্সটা ঠিক পেশাদারি কোর্স নয়। এটা হচ্ছে ছাত্রছাত্রীরা যে বিষয়ে পড়ছে সেই বিষয়ে তাদের জ্ঞানটা আরও বাড়ানোর জন্যে।’’ তিনি জানাচ্ছেন, ছাত্রছাত্রীদের যে সার্টিফিকেট দেওয়া হবে তা ‘এড অন কোর্স’- এর। অর্থাৎ, পাঠ্যক্রমের মধ্যে যেটা পড়ছে তার বাইরে ‘এড অন’ হচ্ছে। উপাচার্যের মতে, ‘‘এই কোর্স পাঠ্যক্রমের বিষয়ের উপরেই তাদের জ্ঞানকে আরও সুসংহত করবে।’’ ‘ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্ট’ নামে সার্টিফিকেট কোর্সটি সাত দিনের। ৬০ জন ছাত্রছাত্রী এই কোর্সে ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, জনপ্রিয় হলে বছরে দু’- তিনবার কোর্সটি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের মতো জঙ্গলমহলের জেলায় বন্যপ্রাণ রক্ষা একটা চ্যালেঞ্জই। বিশ্ববিদ্যালয় মনে করছে, এই কোর্সের ফলে সচেতনতা আরও বাড়বে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী বলছিলেন, ‘‘বিশ্ববিদ্যালয় চত্বরেও পশু-পাখির যত্ন নেওয়া হয়। তাদের জল-খাবার দেওয়া হয়। উপাচার্য নতুন উদ্যোগ আনেন বিশ্ববিদ্যালয়ে। এই সার্টিফিকেট কোর্স তার অন্যতম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন