মন্দারমণিতে প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু পর্যটকের

প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। রবিবার সকালে মন্দারমণির ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তরুণ ঘোষ (৩৬)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের রেজিনগরে। কয়েক জন বন্ধু মিলে দিঘায় ঘুরতে এসেছিলেন তরুণবাবু। সেখান থেকে মন্দারমণি বেড়াতে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকালে তরুণবাবু প্যারাগ্লাইডিং করছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ১৫:২৪
Share:

প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। রবিবার সকালে মন্দারমণির ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তরুণ ঘোষ (৩৬)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের রেজিনগরে। কয়েক জন বন্ধু মিলে দিঘায় ঘুরতে এসেছিলেন তরুণবাবু। সেখান থেকে মন্দারমণি বেড়াতে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকালে তরুণবাবু প্যারাগ্লাইডিং করছিলেন। সেই সময় ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে বৃষ্টিও হচ্ছিল। যে জিপের সাহায্যে প্যারাগ্লাইডিং করা হচ্ছিল তাতে তরুণবাবুর বন্ধুরা বসেছিলেন। আর তিনি গ্লাইডিং করছিলেন। আচমকাই তাঁর প্যারশুটটি একটি হাইরাইজ ল্যাম্প পোস্টে আটকে যায়। জিপ গাড়িটি সেই অবস্থায় চলতে থাকায় পোস্ট সমেত নীচে পড়ে যান তরুণবাবু। গুরুতর আহত অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনি ভাবে প্যারাগ্লাইডিংয়ের ব্যবসা চলে দিঘা ও মন্দারমণিতে। কোনও রকম সুরক্ষার বালাই নেই তাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন