Mobile Phone

পকেটে থাকা মোবাইল থেকে তুবড়ির মতো আগুন বেরোচ্ছে! ভয়াবহ অভিজ্ঞতা কোলাঘাটে

বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন যুবক। মোবাইল ফোনটি তাঁর পকেটে ছিল। আচমকাই সেই মোবাইল থেকে তুবড়ির মতো আগুনের ফোয়ারা!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোলাঘাট শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ২৩:১৪
Share:

মোবাইল হয়ে উঠল তুবড়ি। নিজস্ব চিত্র।

বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন যুবক। মোবাইল ফোনটি তাঁর পকেটে ছিল। আচমকাই সেই মোবাইল থেকে তুবড়ির মতো আগুনের ফোয়ারা! যার জেরে দুর্ঘটনার কবলে পড়লেন সেই যুবক। ঘটনার আকস্মিকতায় হতচকিয়ে গিয়ে বাইক নিয়ে পড়ে যান তিনি। পুড়ে গিয়েছে তাঁর হাতের আঙুলও। বুধবার রাতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার শান্তিপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, জখম হওয়া যুবকের নাম কার্তিক দাস। কার্তিক জানান, রাতে কাজ সেরে বাইকে করে বাড়ি ফেরার পথে আচমকাই পকেট থেকে আগুনের ফুলকি ঝরতে দেখেন তিনি। সেই আতঙ্কে বাইক নিয়ে পড়ে যান কার্তিক। তাঁর কথায়, ‘‘এর পর পকেটে হাত ঢুকিয়ে কোনও ক্রমে মোবাইলটিকে বাইরে ফেলে দিই। সেটা করতে গিয়ে হাতের আঙুল কিছুটা পুড়ে যায়। প্যান্টের অনেকটা অংশও আগুনে পুড়ে গিয়েছে।’’

কার্তিক বলেন, ‘‘অনেক দাম দিয়ে বছর দেড়েক আগেই জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইলটি কিনেছিলাম। বাড়ি ফেরার আগে এক জনের সঙ্গে মোবাইলে কথা বলার পর ফোনটিকে পকেটে পুরে বাইক চালাতে শুরু করি। নামী ব্র্যান্ডের মোবাইলে যে এ ভাবে কখনও আগুন লেগে যেতে পারে, তা কল্পনাও করতে পারিনি।’’

Advertisement

কিন্তু কী ভাবে ঘটল এই ঘটনা, তা নিয়ে এখনও ধন্দে কার্তিক। তবে মোবাইল মেরামতির কাজের সঙ্গে যুক্ত এলাকারই বাসিন্দা তপনকুমার বাড়ুইয়ের দাবি, ‘‘কোলাঘাটের যুবকটি সম্ভবত অনেক ক্ষণ ধরে ডেটা অন করে রেখেছেন এবং ফোনে কথা বলেছেন। তার আগেও হয়তো টানা ব্যবহার করেছেন। এই সব কারণেই ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে এই বিপজ্জনক ঘটনা ঘটেছে।’’ তাঁর পরামর্শ, ‘‘প্রয়োজন না হলে অযথা ডেটা অন রাখা বন্ধ করুন। অতিরিক্ত সময় এক টানা মোবাইলে গেম খেলা, ভিডিয়ো দেখা থেকে বিরত থাকুন। মোবাইল চার্জে দেওয়ার সময় ডেটা অবশ্যই অফ রাখুন এবং ওই সময় ফোন ব্যবহার করবেন না। সেই সঙ্গে রাত ভর মোবাইল চার্জে বসিয়ে রাখাও বিপজ্জনক হতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন