অসুর বিসর্জন যাক, খোঁচা অভিষেকের

পুজোর উদ্বোধনে অভিষেককে বলতে শোনা যায়, ‘‘উন্নয়নের বিজয়রথ আরও বেশি করে যাতে ত্বরান্বিত রাখতে পারি। সাম্প্রদায়িক অসুরগুলোকে যেন গঙ্গায় বিসর্জন দিতে পারি। এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করে যাচ্ছি।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ০১:৫০
Share:

মেদিনীপুরের হবিবপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সৌমেশ্বর মণ্ডল

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মেদিনীপুরে এসে নাম না করে বিজেপিকে বিঁধে গেলেন সাংসদ তথা যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

পুজোর উদ্বোধনে অভিষেককে বলতে শোনা যায়, ‘‘উন্নয়নের বিজয়রথ আরও বেশি করে যাতে ত্বরান্বিত রাখতে পারি। সাম্প্রদায়িক অসুরগুলোকে যেন গঙ্গায় বিসর্জন দিতে পারি। এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করে যাচ্ছি।’’

তাঁর কথায়, ‘‘দুর্গোৎসবের প্রসার ঘটাতে প্রত্যেকটা ক্লাবকে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এটা নজিরবিহীন।’’ তাঁর কথায়, ‘‘আমরা কি কালীপুজোয় প্রদীপ জ্বালাই না? ইদে বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খাই না? এটা আমাদের কৃষ্টির মধ্যেই পড়ে।’’

Advertisement

বুধবার মেদিনীপুরে এসে দু’টি পুজোর উদ্বোধন করেন অভিষেক। সন্ধ্যার মুখে শহরে পৌঁছে শুরুতে যান সিপাইবাজারে। এখানে ‘খ্রিস্টান- হিন্দু-মহামেডান অ্যাসোসিয়েশন’- এর উদ্যোগে পুজো হয়। পুজোর হোতা স্থানীয় কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী। এই পুজোর উদ্বোধন করেন তিনি। পরে এখান থেকে যান হবিবপুরে। হবিবপুর সর্বজনীন জগদ্ধাত্রী পুজোরও উদ্বোধন করেন অভিষেক। এই পুজোর উদ্যোক্তা যুব তৃণমূলের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি। এই উপলক্ষে অভিষেকের ছবিতে সেজেছিল শহর! শুধু শহর নয়, পুরো যাত্রাপথে ছিল ফ্লেক্স, হোর্ডিং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন