—প্রতীকী চিত্র।
১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। পাঁশকুড়ার মেচগ্রাম এলাকায় ভিড়ে ঠাসা মেলার মধ্যে একটি বেপরোয়া ট্রাক ঢুকে পড়ার জেরে ঘটনাস্থলেই এক মহিলা-সহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ১৬ নম্বর জাতীয় সড়কের মেচগ্রাম বাজারে গত বুধবার বিশ্বকর্মা পুজোর দিন থেকে মেলা বসেছিল। রবিবার সেই মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ কোলাঘাট থেকে আসা একটি বাস মেচগ্রাম বাসস্ট্যান্ডে এসে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। সেই সময় পিছনে থাকা একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে। এর জেরে বাসটি ও ট্রাকটি প্রচণ্ড গতিতে ভিড়ের মধ্যে ছিটকে পড়ে।
এর জেরে গাড়ির তলায় চাপা পড়ে পিষ্ট হন মেলায় আসা একাধিক মানুষ। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এক মহিলা-সহ দু’জনকে মৃত বলে জানায়। বাকি আহতদের দ্রুত তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।