সবংয়ের তৃণমূলকর্মী খুনের মামলায় জামিন পেলেন তৃণমূলের ১০ জন নেতা-কর্মী। শুক্রবার মেদিনীপুর জেলা আদালত তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করে। অভিযুক্তপক্ষের আইনজীবী হরিসাধন ভট্টাচার্য বলেন, “১০ জনের জামিনের আবেদন জানানো হয়েছিল। শুক্রবার শুনানি হয়। আদালত আবেদন মঞ্জুর করেছে।” গত বিধানসভা নির্বাচনের আগে সবংয়ের দুবরাজপুরে খুন হন তৃণমূল কর্মী জয়দেব জানা। জয়দেবের স্ত্রী মানসীদেবীর দাবি ছিল, মানস ভুঁইয়ারাই লোকজন দিয়ে তাঁর স্বামীকে খুন করিয়েছেন। মানসবাবুদের নামে অভিযোগও দায়ের হয়। সবমিলিয়ে ২৩ জনের নামে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ১১জনকে গ্রেফতার করে পুলিশ। পরে সকলে জামিন পেয়ে যান।
৭ ডিসেম্বর এই মামলা থেকে অব্যাহতি পান মানসবাবু, তাঁর ভাই বিকাশ ভুঁইয়া ও সবং পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পণ্ডা। তৃণমূলকর্মী খুনের মামলার চার্জশিটে এই তিনজনের নামই রাখেনি পুলিশ। গত ২৬ ডিসেম্বর অভিযুক্তদের মধ্যে ৯ জন মেদিনীপুর সিজেএম আদালতে আত্মসমর্পণ করেন। তাঁদের জামিনের আবেদন জানান অভিযুক্তপক্ষের আইনজীবী। জামিনের আবেদন নাকচ করে আদালত। ওই ৯ জনের জেল হেফাজত হয়। পরে আরও একজন আত্মসমর্পণ করে জেলে যান।
আত্মসমর্পণকারী তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ছিলেন আবু কালাম বক্স, নিশিকান্ত কর, অজিত আদক, মুকুন্দরাম দাস, মুকুন্দরাম দাস অধিকারী, বাদল বর্মন, গৌতম করণ, কেদারনাথ জানা, উত্তম করণ। এঁদের সকলেই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। গত ২ জানুয়ারি মেদিনীপুর জেলা আদালতে এঁদের জামিনের আবেদন জানানো হয়। শুনানির দিন ছিল শুক্রবার। শুনানির সময় অভিযুক্তপক্ষের আইনজীবীর সওয়াল ছিল, যেহেতু এই মামলার চার্জশিট হয়ে গিয়েছে, সেহেতু নতুন করে ওই ১০ জনকে আরও জিজ্ঞাসাবাদের কোনও দরকার নেই। আগে গ্রেফতার হওয়া ১১ জনও এখন জামিনে মুক্ত রয়েছে। জামিনের আবেদন ম়ঞ্জুর করে আদালত।