Illegal Pond Filling

মোরাম দিয়ে পুকুর ভরাট, তদন্ত

সরকারি নির্দেশিকা অমান্য করে কী ভাবে মোরাম বোঝাই গাড়ি চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন?

Advertisement

রঞ্জন পাল

 ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ০৮:০৪
Share:

ঝাড়গ্রাম শহরের বাছুরডোবার নামো পাড়ায় মোরাম দিয়ে পুকুর ভরাটের অভিযোগ। নিজস্ব চিত্র।

কেঁচো খুড়তে গিয়ে কেউটে! অভিযোগ পেয়ে পুকুর ভরাটের তদন্তে গিয়েছিলেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) হীরক মণ্ডল। তদন্তে গিয়ে দেখতে পান মোরাম দিয়ে ভরাট হচ্ছে পুকুর। সরকারি ভাবে মোরাম খাদান বন্ধ। তা হলে সরকারি নির্দেশিকা অমান্য করে কী ভাবে মোরাম বোঝাই গাড়ি চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন? জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, ‘‘ওই ঘটনায় নোটিস দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। মোরাম বোঝাই গাড়ি কী ভাবে চলছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে কড়া পদক্ষেপ করা হবে।’’

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায় এলাকায় নামো পাড়ায় কমপক্ষে ৫০ বছর ধরে পুকুরটি রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন