ডেবরার কলেজে প্রশাসক নিয়োগ

ডেবরা কলেজের পরিচালন সমিতি ভেঙে প্রশাসক নিয়োগ করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খড়্গপুরের মহকুমাশাসক সঞ্জয় ভট্টাচার্যকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ০১:২২
Share:

বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি এসে পৌঁছেছে কলেজে। কলেজে নানা অনিয়মের অভিযোগ ওঠায় প্রশাসক নিয়োগ করা হল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। মহকুমাশাসক সঞ্জয়বাবু বলেন, “ইতিমধ্যেই আমি একটি কলেজের প্রশাসক পদে রয়েছি। এ বার বাড়তি দায়িত্ব যোগ হল। তবে কী কারণে পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়েছে জানা নেই।”

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই কলেজে আংশিক সময়ের অধ্যাপক নিয়োগে নানা অভিযোগ ওঠে। সেই কথা পৌঁছয় বিশ্ববিদ্যালয়ের কর্তাদের কানেও পৌঁছয়। এরপর বিশ্ববিদ্যালয়ের এগ্‌জিকিউটিভ কাউন্সিল একটি তদন্ত কমিটি গঠন করে। গত ৩ নভেম্বর তদন্ত কমিটির প্রতিনিধিরা কলেজে এসেছিলেন। এতদিন কলেজের পরিচালন সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন যুব তৃণমূলের জেলা নেতা প্রদীপ কর। যদিও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে প্রদীপবাবুর দাবি, “বিষয়টি আমার জানা নেই। চিঠিও দেখিনি। তবে অনিয়মের প্রশ্ন নেই। আমাদের কলেজে সমস্ত কাজ নিয়ম মেনেই হয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement