কলেজের অধিকর্তা-সহ পরিচালন সমিতির সদস্যদের অপসারণ, আর্থিক দুর্নীতির তদন্ত করা, সরকারি নিয়মানুযায়ী শিক্ষক-অশিক্ষক কর্মীদের প্রাপ্য আর্থিক সুবিধা দেওয়ার দাবি তুলে অবস্থান বিক্ষোভে সামিল হলেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা।
বুধবার সকাল থেকে ওই ইঞ্জিনিয়ারিং কলেজের ভবনের সামনে শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। দাবি পূরণের জন্য টানা ৩৬ ঘণ্টা ধরে এই অবস্থান বিক্ষোভ চলবে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক-অশিক্ষক কর্মীরা। তবে এ দিন অবস্থানে বসা শিক্ষক-শিক্ষিকারা পালা করে নিজেদের ক্লাস নিয়ে কলেজের পঠন-পাঠন চালু রেখেছেন। ফলে এ দিনও ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন স্বাভাবিক ছিল বলে দাবি করেছেন অবস্থানে বসা শিক্ষক-শিক্ষিকারা।
কোলাঘাট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক পল্লব মণ্ডল বলেন, ‘‘আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজটি সরকারি সাহায্যপ্রাপ্ত হওয়া সত্ত্বেও এটিকে বেসরকারি কলেজের তকমা দেওয়া হচ্ছে। কলেজের শিক্ষক-অশিক্ষক কর্মীদের প্রাপ্য সব আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে না।’’ কলেজের শিক্ষক-অশিক্ষক কর্মীদের এই অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে কলেজের অধিকর্তার মতামত জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।