পানীয় জলের দাবি, বিক্ষোভ

পানীয় জলের ব্যবস্থা করার দাবিতে সোমবার শালবনির গোদাপিয়াশালে এক সিমেন্ট কারখানার সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। বিক্ষোভরত গ্রামবাসীদের দাবি, কারখানা কর্তৃপক্ষ গ্রামে যে জলের ব্যবস্থা করে দিয়েছিলেন, সেগুলো অচল হয়ে পড়েছে। জলের ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিলেও তা পাঠাননি। পাশাপাশি, স্থানীয়দের চাকরি দেওয়া সহ আরও কিছু দাবি জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০০:০৩
Share:

শালবনিতে জলের দাবিতে অবরোধ

পানীয় জলের ব্যবস্থা করার দাবিতে সোমবার শালবনির গোদাপিয়াশালে এক সিমেন্ট কারখানার সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। বিক্ষোভরত গ্রামবাসীদের দাবি, কারখানা কর্তৃপক্ষ গ্রামে যে জলের ব্যবস্থা করে দিয়েছিলেন, সেগুলো অচল হয়ে পড়েছে। জলের ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিলেও তা পাঠাননি। পাশাপাশি, স্থানীয়দের চাকরি দেওয়া সহ আরও কিছু দাবি জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে। কর্তৃপক্ষের তরফে জয়ন্তকুমার ঘোষ বলেন, “একটি নলকূপ খারাপ হয়ে গিয়েছে। সেটি মেরামত করা হচ্ছে। দ্রুত যাতে নলকূপটি সচল হয়ে যায়, সেই ব্যবস্থাই করা হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement