অনিয়মের অভিযোগে বিক্ষোভ তৃণমূলের

এক অতিরিক্ত জেলাশাসকের বিরুদ্ধে সোচ্চার হল তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠন। বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) অরিন্দম দত্তর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। নেতৃত্বে ছিলেন ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক অরুণকান্তি প্রতিহার, সোমনাথ ঘোষ, অনুপ মান্না প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০০:৫১
Share:

এক অতিরিক্ত জেলাশাসকের বিরুদ্ধে সোচ্চার হল তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠন। বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) অরিন্দম দত্তর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। নেতৃত্বে ছিলেন ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক অরুণকান্তি প্রতিহার, সোমনাথ ঘোষ, অনুপ মান্না প্রমুখ। তাঁদের দাবি, অরিন্দমবাবু দীর্ঘদিন ধরে কর্মচারীদের উপর নিপীড়নমূলক কাজকর্ম করে চলেছেন। অযথা কর্মচারীদের দূরদূরান্তে বদলি করছেন, সাসপেনশনে পাঠাচ্ছেন। অরিন্দমবাবুর কাছেই স্মারকলিপি জমা দেন তাঁরা। ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক অরুণকান্তি প্রতিহার বলেন, ‘‘এই আধিকারিক প্রশাসনের অভ্যন্তরে থেকে এ ভাবে কৌশলে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করে মা-মাটি-মানুষের সরকারের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টির চেষ্টা করে চলেছেন।’’

Advertisement

এ দিকে অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) অরিন্দমবাবু বলেন, ‘‘কর্মচারী সংগঠন বেশ কিছু দাবি জানিয়েছে। ন্যায্য দাবিগুলি খতিয়ে দেখা হবে।’’ কর্মচারীদের উপর নিপীড়নমূলক কাজকর্ম করার অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন তিনি। এক অতিরিক্ত জেলাশাসকের বিরুদ্ধে এ ভাবে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠন সোচ্চার হওয়ায় জেলা প্রশাসনের অন্দরেও শোরগোল পড়েছে। দাবিপূরণ না-হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে ফেডারেশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন