রাস্তায় ধস, অবরোধ নন্দকুমারে

রাস্তার একপাশে খাল। অন্য পাশে মেছোভেড়ি। সেই ভেড়িতে খালের জল আনার জন্য রাস্তার নীচের মাটি কেটেছেন ভেড়ি-মালিক, এমন অভিযোগ ছিলই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ০১:০৬
Share:

ফাঁদ: রাজ্য সড়কের এই ধস ঘিরেই চাঞ্চল্য। —নিজস্ব চিত্র।

রাস্তার একপাশে খাল। অন্য পাশে মেছোভেড়ি। সেই ভেড়িতে খালের জল আনার জন্য রাস্তার নীচের মাটি কেটেছেন ভেড়ি-মালিক, এমন অভিযোগ ছিলই। শুক্রবার সকালে চকচাঁদপোতা এলাকায় সেই তমলুক-টেংরাখালি রাজ্য সড়কের একাংশে ধস নামায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। সকাল ৬টা থেকে প্রায় তিন ঘণ্টা অবরোধ করেন স্থানীয়েরা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। ধসের অংশে অস্থায়ী মেরামতির পরে গাড়ি চলাচল শুরু হয়।

Advertisement

জেলা পূর্ত দফতরের নির্বাহী বাস্তুকার অজয়কুমার সঞ্জয় বলেন, ‘‘সড়কে ধস নামার ঘটনা নজরে এসেছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

চকচাঁদপোতায় ওই সড়কের পাশেই রয়েছে প্রতাপখালি খাল। অভিযোগ, কয়েকদিন আগে সড়কের নীচে আড়াআড়ি মাটি কেটে গর্ত খুঁড়ে ওই খাল থেকে পাম্পের সাহায্যে জল তুলে ভেড়িতে ফেলছিলেন ভেড়ি-মালিক। সড়কের মাঝামাঝি জায়গায় নীচের মাটি ধসে যায়। নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার বেরা বলেন, ‘‘কয়েকজন গ্রামবাসীর মদতে ওই ভেড়ি-মালিক বেআইনি ভাবে সড়কের নীচে গর্ত খুঁড়ে ভেড়িতে জল আনার ব্যবস্থা করেন। ফলে সড়কে ধস নেমেছে। ব্লক প্রশাসন এবং পুলিশের কাছে ভেড়ি-মালিকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।’’ ভেড়ি-মালিকের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন