দিঘায় মমতা, সাপ-হনুমান ধরল বন দফতর!

দিঘার বন দফতরের আধিকারিক অনির্বাণ মিত্র বলেন, ‘‘সাপ বেরনোর খবর পেয়ে হেলিপ্যাডে যাওযা হয়েছিল। তবে সেখানে কোনও সাপ পাওয়া যায়নি।’’ পরে ওই হেলিপ্যাড থেকেই হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী বাজকুলের উদ্দেশে রওনা দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ০৩:৫৪
Share:

আশ্বাস: বাজকুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: দীপঙ্কর মজুমদার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর ঘিরে কড়া নিরাপত্তা রয়েছে দিঘায়। কিন্তু সেই নিরাপত্তার মধ্যেই দিঘা হেলিপ্যাড এবং মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের স্থলে বুধবার ‘ঢুকে’ পড়ল দুই প্রাণী। যাদের ধরতে ওই দুই জায়গায় দৌড়াতে হল বন দফতরকে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে বাজকুলে সভা করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন মুখ্যমন্ত্রী। ওল্ড দিঘার সৈকতাবাসে রয়েছেন তিনি। সেখান থেকে নিউ দিঘার হেলিপ্যাডে গিয়ে হেলিকপ্টারে তাঁর বাজকুলে সভা করতে যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুরে মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে পৌঁছনোর আগেই ওই চত্বরে সাপ বেরিয়েছে বন দফতরকে খবর দেন নিরাপত্তা রক্ষীরা। দ্রুত হেলিপ্যাড চত্বরে যান দিঘা বন দফতরের কর্মীরা। তবে তাঁরা সেখানে গিয়ে সাপের কোনও উপস্থিতি দেখতে পাননি বলে জানিয়েছেন।

এ ব্যাপারে দিঘার বন দফতরের আধিকারিক অনির্বাণ মিত্র বলেন, ‘‘সাপ বেরনোর খবর পেয়ে হেলিপ্যাডে যাওযা হয়েছিল। তবে সেখানে কোনও সাপ পাওয়া যায়নি।’’ পরে ওই হেলিপ্যাড থেকেই হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী বাজকুলের উদ্দেশে রওনা দেন।

Advertisement

আরও পড়ুন: নন্দীগ্রাম ভুলিনি, মনে করালেন মমতা

বন দফতর সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বাজকুলে রওনা দেওয়ার পরেই দিঘা বিদ্যুৎ দফতরের বাংলো চত্বরে একটি হনুমানের দেখা মিলেছে বলে তাদের কাছে খবর আসে। জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে আজ, বৃহস্পতিবার ওই বাংলোতেই মুখ্যমন্ত্রীর বৈঠক করার কথা। বন দফতেরর কর্মীরা সেখানে গিয়ে এ দিন ওই হনুমানটিকে ধরে নিয়ে আসে।

বন দফতরের আধিকারিক অনির্বাণ মিত্র বলেন, ‘‘ওই হনুমানটির হাতে আঘাত রয়েছে। তাকে আপতত শঙ্করপুরের বন দফতরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ওর শুশ্রুষা করা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement