Coronavirus Lockdown

যন্ত্রচালিত ঝাঁটা আইআইটি-তে

এই যন্ত্র ‘সম্মার্জক এমবি ৪.২’ প্রতি ঘণ্টায় পাঁচ কিমি রাস্তা পরিষ্কার করতে সক্ষম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ৩১ মে ২০২০ ০০:০৪
Share:

সেই সম্মার্জক। নিজস্ব চিত্র

লকডাউনে বন্ধ ক্লাস। সীমিত সাফাইকর্মী দিয়ে সাড়ে ৮ বর্গ কিলোমিটারের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখাটা কঠিন। তাই ভ্রাম্যমাণ যন্ত্রচালিত ঝাঁটা বানিয়েছেন খড়্গপুর আইআইটি-র গবেষকেরা।

Advertisement

এই যন্ত্র ‘সম্মার্জক এমবি ৪.২’ প্রতি ঘণ্টায় পাঁচ কিমি রাস্তা পরিষ্কার করতে সক্ষম। একজন কর্মীতেই কাজ হবে। দিন দু’য়েক ধরে আইআইটিতে কাজ করছে। আইআইটি খড়্গপুরের অধিকর্তা বীরেন্দ্রকুমার তিওয়ারি বলেন, “এখন সামান্য কয়েকজন সাফাইকর্মী দিয়ে এলাকা পরিচ্ছন্ন রাখতে হচ্ছে। এই যন্ত্র ক্যাম্পাস সাফাইয়ে কার্যকরী।’’

যন্ত্রের মূল আবিষ্কর্তা আইআইটির মেকানিক্যাল বিভাগের অধ্যাপক তথা প্রতিষ্ঠানের পরিবহণ বিভাগের সম্পাদক মিহির সারঙ্গী। লকডাউনের পাঁচ মাস আগেই তিনি এই যন্ত্র তৈরির পরিকল্পনা করেছিলেন। বানিয়েছিলেন ব্যাটারি চালিত এই গাড়ির কাঠামো। মিহির বলেন, “এই যন্ত্র শুধু রাস্তা নয়, ফুটপাতও পরিষ্কার করতে পারে।’’

Advertisement

পাঁচ থেকে ছ’ফুট চওড়া রাস্তা পরিষ্কারে সক্ষম যন্ত্রটি সম্পূর্ণ ব্যাটারি চালিত। সৌরশক্তিতেও চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন