বাতিল বিএডের পরীক্ষা

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। পরীক্ষা বাতিলের পিছনে যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি রয়েছে, তাও সরাসরি মানতে চাননি তাঁরা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ০১:২৪
Share:

বিএড-এর চতুর্থ সেমেস্টার পরীক্ষা বাতিল করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। অভিযোগ, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা পৌঁছেছিল বিশ্ববিদ্যালয়ের কাছে। সব দিক দেখে বিএড-এর চতুর্থ সেমেস্টার পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়।

Advertisement

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। পরীক্ষা বাতিলের পিছনে যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি রয়েছে, তাও সরাসরি মানতে চাননি তাঁরা।

প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল বলেই কি পরীক্ষা বাতিল বলে ঘোষণা করতে হল? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুব্রতকুমার দে- র জবাব, “অনিবার্য কারণবশত বিএড-এর চতুর্থ সেমেস্টারের একটি পেপারের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরে ওই পরীক্ষা হবে।” কবে এই পরীক্ষা হবে তা বৃহস্পতিবার পর্যন্ত ঠিক হয়নি।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হবে। সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। বুধবার বিএড-এর চতুর্থ সেমেস্টারের এক পেপারের পরীক্ষা ছিল। পেপারটি হল ‘ক্রিয়েটিং অ্যান্ড ইনক্লুসিভ স্কুল’।

দুপুর বারোটা থেকে দু’টো পর্যন্ত পরীক্ষা হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল বলে এক সূত্র মারফৎ জানতে পারে বিশ্ববিদ্যালয়। পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে। অভিযোগ, প্রাথমিকভাবে জানা গিয়েছে, পরীক্ষার্থীদের কেউ কেউ পরীক্ষার শুরুর আগেই হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র

পেয়ে গিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন