ঘাটালে বেকারি সামগ্রীর দাম নিয়ে বিভ্রান্তি, ধর্মঘট হকারদের

বিক্ষিপ্ত ভাবে বেকারি সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে ধর্মঘট শুরু করলেন বেকারি হকাররা। আর বেকারি সামগ্রী বিক্রি না হওয়ায় সমস্যায় মালিকেরাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০২:১৭
Share:

ধর্মঘটের জেরে বন্ধ বেকারিতে রুটি তৈরির কাজ। নিজস্ব চিত্র।

বিক্ষিপ্ত ভাবে বেকারি সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে ধর্মঘট শুরু করলেন বেকারি হকাররা। আর বেকারি সামগ্রী বিক্রি না হওয়ায় সমস্যায় মালিকেরাও। ঘাটাল বেকারি হকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ সিরাজ আলি বলেন, “ঘাটাল মহকুমায় কয়েকজন মালিক শতকরা ২০ শতাংশ দাম বাড়িয়েছেন। আবার কোনও মালিক রুটি-কেকের দাম একই রেখেছেন। এর জেরে আমাদের মাল সরবরাহ করতে সমস্যা হচ্ছে। তাই আমরা ধর্মঘট শুরু করেছি।”

Advertisement

সূত্রের খবর, কাঁচামালের দাম বৃদ্ধির কারণে সম্প্রতি ঘাটাল মহকুমায় সিংহভাগ বেকারি মালিক রুটি-কেকের দাম শতকরা ২০ শতাংশ বাড়িয়েছেন। কয়েকজন মালিক পুরানো দামেই বিক্রি করছেন। ঘাটাল মহকুমায় ২৬টি কারখানা রয়েছে। হকারের সংখ্যা প্রায় ৫০০। যাঁরা কারখানা থেকে দোকানে দোকানে বেকারির নানা জিনিস সরবরাহ করেন। বর্তমানে ১৯টি বেকারির হকাররা ধর্মঘটে সামিল হয়েছেন। সূত্রের খবর, ঘাটাল, দাসপুর-সহ বিভিন্ন জায়গায় ১৯টি কারখানার মালিক দাম বাড়ালেও রাধানগর-সহ সংলগ্ন এলাকায় মালিকেরা দাম বাড়ায়নি। একই জিনিসের কোথাও দাম বেশি কোথাও কম হওয়ায় মালিকেরাও পড়েছেন ফাঁপড়ে।

হকার্স সংগঠনের পক্ষে শেখ সিরাজ আলির সাফ কথা, “হয় সমস্ত মালিক পক্ষ দাম বাড়াক, নতুবা পুরানো দামেই বিক্রি করুক ।না হলে আমাদের ধর্মঘট চলবে।” এদিকে ঘাটাল মহকুমা বেকারি কারখানা মালিক সংগঠনের পক্ষে শেখ আকতার আলি বলেন, “আমরা একাধিক বার বৈঠক করেছি। কিন্তু সমস্ত মালিক যোগ দেননি। নিজেদের মধ্যে ঐকের অভাবেই এই সমস্যা। তবে দু’একদিনের মধ্যেই সমাধান হয়ে যাবে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন