বিজ্ঞানী হওয়া স্বপ্ন বাসুদেবের

ছোট থেকেই বাব-মার সঙ্গ পায়নি। নিজের বলতে ছিল শুধু বইখাতা আর অনাথ আশ্রমের মানুষগুলো। সেই পড়শোনা কিন্তু নিরাশ করেনি মাধ্যমিক পরীক্ষার্থী বাসুদেব বরকে। কাঁথি মহকুমার পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিক বাসুদেব এ বার মাধ্যমিক পরীক্ষায় ৫৯২ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার বিষয়ভিত্তিক নম্বর অঙ্কে ৯৬, পদার্থ বিজ্ঞানে ৯০, জীব বিজ্ঞানে ৯২, বাংলায় ৮৪, ইংরেজিতে ৭২, ইতিহাসে ৮৫ ও ভূগোলে ৭৩।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০০:২১
Share:

বাসুদেব বর।

ছোট থেকেই বাব-মার সঙ্গ পায়নি। নিজের বলতে ছিল শুধু বইখাতা আর অনাথ আশ্রমের মানুষগুলো। সেই পড়শোনা কিন্তু নিরাশ করেনি মাধ্যমিক পরীক্ষার্থী বাসুদেব বরকে। কাঁথি মহকুমার পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিক বাসুদেব এ বার মাধ্যমিক পরীক্ষায় ৫৯২ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার বিষয়ভিত্তিক নম্বর অঙ্কে ৯৬, পদার্থ বিজ্ঞানে ৯০, জীব বিজ্ঞানে ৯২, বাংলায় ৮৪, ইংরেজিতে ৭২, ইতিহাসে ৮৫ ও ভূগোলে ৭৩।

Advertisement

খুব ছোটবয়সেই বাবা আর মাকে দুজনকেই হারিয়ে ভূপতিনগর থানার খেজুরগাছিয়া গ্রামের বাসুদেব আর তার দিদিকে নিজের আশ্রমে নিয়ে এসেছিলেন পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের বলরাম করণ। বাসুদেব জানিয়েছে, তার কোনও গৃহশিক্ষক ছিল না। স্থানীয় পাঁউশি বৈকুন্ঠ স্মৃতি মিলনী বিদ্যামন্দির স্কুল আর আশ্রমে পড়াশোনা করেই তার এই ফল। আশ্রমের কর্ণধার বলরাম করণের কথায়, ‘‘যদি গৃহশিক্ষক রাখা যেত, তাহলে ও আরও ভাল ফল করত।’’

ক্রিকেট খেলা আর ফুটবলার মেসির অন্ধ ভক্তবা সুদেবও কৃতজ্ঞ বলরামবাবুর কাছে। বাসুদেবের কথায়, ‘‘আমাদের পড়াশোনার করানোর জন্য তো কাকু বাড়ি বাড়ি ভিক্ষেও করেছেন।’’ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে বাসুদেব। তার চিন্তা, ‘‘পড়তে গেলে খরচ বাড়বে। সেই খরচ কি করা সম্ভব?’’ তাই সাহায্যের আবেদন জানিয়েছে বাসুদেব।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন