TMC: তৃণমূল কর্মীকে কীটনাশক, গ্রেফতার বিজেপির নেতা

শনিবার ধৃতকে দাঁতন এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক তার পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ০৫:৪৫
Share:

প্রতীকী ছবি।

তৃণমূল কর্মীকে কীটনাশক মুখে ঢেলে মেরে ফেলার চেষ্টার অভিযোগে বিজেপির এক বুথ সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। বিজেপির অবশ্য দাবি, ঘটনাটি একেবারেই পারিবারিক। তৃণমূল পুলিশকে দিয়ে তাদের কর্মীর নামে মিথ্যা অভিযোগ এনে অহেতুক গ্রেফতার করেছে।

Advertisement

শুক্রবার রাতে দাঁতন ১ ব্লকের শালিকোঠা পঞ্চায়েতের কুহুড়া এলাকার ঘটনা। অশোক মাইতি নামে ওই তৃণমূল কর্মীকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গভীর রাতে তাঁকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নির্মল খাঁটুয়া নামে বিজেপির স্থানীয় বুথ সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ধৃতকে দাঁতন এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক তার পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

তৃণমূল সূত্রে খবর, রাত আটটা নাগাদ সাইকেলে বাড়ি ফিরছিলেন বছর পঞ্চাশের অশোক মাইতি। অভিযোগ বাড়ির ঢোকার কিছুটা আগে চার-পাঁচজন মুখ ঢাকা অবস্থায় তাঁকে ঘিরে ফেলে। তাঁর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়। সেই সময় ওই রাস্তায় একটি বাইক আসায় দুষ্কৃতীরা চম্পট দেয়। তৃণমূলের দাবি, পুরোটাই বিজেপির লোকজনের কাজ। বাইকটি না আসলে অশোককে কীটনাশক খাইয়ে পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল।

Advertisement

কয়েকদিন আগেই ওই এলাকার এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ মানেনি রাজ্যের শাসক দল। তবে শুক্রবার রাতের ঘটনা তারই পাল্টা বলে মনে করছে তারা। তবে স্থানীয় বিজেপি নেতা মোশাফ মল্লিকের দাবি, ‘পারিবারিক বিবাদের জেরে তৃণমূল কর্মী কীটনাশক খেয়েছেন বলেই মনে হয়। এই ঘটনার সঙ্গে বিজেপি কোনও ভাবেই যুক্ত নয়।’’ আক্রান্তের ছেলে রাজকুমারের দাবি, ‘‘পারিবারিক কোনও সমস্যা নেই। বাবা তৃণমূলের সঙ্গে যুক্ত। কোনও ঝামেলায় থাকেন না।’’ দাঁতন ১ ব্লক তৃণমূলের সভাপতি প্রতুল দাস বলেন, ‘‘কীটনাশক খাইয়ে মারার পরিকল্পনা করেছিল বিজেপি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement