বিজেপির কালা দিবসে রাজ্য সভাপতি

মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন দ্বিতীয়বারের জন্য। কিন্তু কলকাতার রেড রোডে সেই অনুষ্ঠান বয়কট করে কালা দিবস পালন করল বিজেপি। শুক্রবার মেদিনীপুরে জেলা পুলিশ সুপারের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ করেন বিজেপির নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ০১:১৮
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন দ্বিতীয়বারের জন্য। কিন্তু কলকাতার রেড রোডে সেই অনুষ্ঠান বয়কট করে কালা দিবস পালন করল বিজেপি। শুক্রবার মেদিনীপুরে জেলা পুলিশ সুপারের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ করেন বিজেপির নেতারা। ছিলেন দলের রাজ্য সভাপতি ও খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ।

Advertisement

দিলীপবাবু আগেই এই বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। এ দিন তিনি বলেন, ‘‘এত হিংসা হচ্ছে। তবু মুখ্যমন্ত্রী বা শাসকদলের নেতারা কেউ হিংসা বন্ধের বার্তা দিচ্ছেন না। ওঁরা বিরোধীদের মেরে শেষ করে দিতে চাইছেন। বিরোধী জোটের বন্ধুরাও যে শপথ বয়কট করে কালাদিবস পালন করেছেন তাতে আমি খুশি।”

এ দিন মেদিনীপুরে দলের জেলা অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে ছিলেন দলের অন্যতম রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়, বিজেপি-র জেলা সভাপতি ধীমান কোলে-সহ অন্যান্য নেতৃত্ব। এর আগেই পশ্চিম মেদিনীপুরের পিংলা, নারায়ণগড়, চন্দ্রকোনা-সহ বিভিন্ন এলাকায় দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। এ দিনের বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশ-প্রশাসনকে হুঁশিয়ারি দেন নেতৃত্ব। তাঁদের দাবি, হিংসা চলতে থাকলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। পরে জেলা বিজেপির এক প্রতিনিধি দল জেলা পুলিশের কাছে স্মারকলিপিও জমা দিয়েছে। অভিযুক্ত তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement