দিদির মেয়ে, দিলীপ বিঁধলেন ভারতীকে

পুলিশ সুপার ভারতী ঘোষকে ‘দিদির (মুখ্যমন্ত্রীর) নিজের মেয়ে’ বলে কটাক্ষ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির সংগঠনকে পুলিশ ও শাসক দল আটকানোর চেষ্টা করলে তাঁরাও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন বলেও হুঁশিয়ারি দিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ০১:০৩
Share:

ঝাড়গ্রামে বিজেপি সভাপতি। নিজস্ব চিত্র।

পুলিশ সুপার ভারতী ঘোষকে ‘দিদির (মুখ্যমন্ত্রীর) নিজের মেয়ে’ বলে কটাক্ষ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির সংগঠনকে পুলিশ ও শাসক দল আটকানোর চেষ্টা করলে তাঁরাও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন বলেও হুঁশিয়ারি দিলেন তিনি।

Advertisement

শনিবার যুব মোর্চার ঝাড়গ্রাম জেলা সম্মেলনের কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন দিলীপবাবু। তারপরই দলীয় কর্মী-সমর্থকদের উপর তৃণমূলের অত্যাচার, পুলিশি ধরপাকড় ও দমনপীড়নের অভিযোগ প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার তথা ঝাড়গ্রাম পুলিশ জেলার ভারপ্রাপ্ত এসপি ভারতী ঘোষকে কটাক্ষ করে বসেন দিলীপবাবু। তিনি বলেন, “মমতা ভেবেছেন ভয় দেখিয়ে বিজেপিকে আটকাবেন। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে যিনি এসপি, তিনি নাকি দিদির নিজের মেয়ে। কথায় কথায় মা-মা করেন। তিনি বলেছেন, বিজেপিকে মিটিং-মিছিল করতে দেবেন না। মিটিং মিছিল কোথায় হবে, সেটা বিজেপি ঠিক করবে। তৃণমূলের দাদাগিরির দিন চলে গেছে। আমরাই দাদাগিরি করব।”

শনিবার বিকেলে খড়্গপুরের ডিভিসি মার্কেটে বিজেপির পক্ষ থেকে দুঃস্থদের বস্ত্র বিলি অনুষ্ঠানেও এসেছিলেন দিলীপবাবু, সঙ্গে রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়। এ দিন সকালে দিলীপবাবু খড়্গপুরে তিনটি রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম সংস্থা আয়োজিত উজ্বলা প্রকল্পের অনুষ্ঠানেও যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত এই প্রকল্পে দু’শো জনকে গ্যাস সিলিন্ডার ও ওভেন বিতরণ করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement