আজ বিজেপির গাঁধী সংকল্প যাত্রা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ০১:৫০
Share:

ফাইল চিত্র।

কর্ণগড়ের মন্দিরে পুজো দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় ‘গাঁধী সংকল্প যাত্রা’ শুরু করবে বিজেপি। আজ, বুধবার সকাল ৭টায় জেলা বিজেপির কর্মকর্তারা মেদিনীপুর শহরের অদূরে কর্ণগড়ের মন্দিরে পুজো দেবেন। পুজোর পর ভাদুতলা থেকে শুরু হবে বিজেপির এই ঘোষিত কর্মসূচি। কর্মসূচির সূচনায় হাজির থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। সেখানে সংক্ষিপ্ত সভার পর পদযাত্রাতেও শামিল হবেন তিনি।

Advertisement

গাঁধীর নামাঙ্কিত ওই পদযাত্রায় থাকবে মোহনদাস কর্মচন্দ্র গাঁধীর কাট আউট দেওয়া সুসজ্জিত ট্যাবলো, সঙ্গে বিদ্যাসাগর ও স্বাধীনতা সংগ্রামে জেলার বিপ্লবীদের ছবির কোলাজ দেওয়া ট্যাবলোও। মোট চারটি সুসজ্জিত ট্যাবলোর সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প উল্লেখ করে সাজানো গাড়িও থাকবে বিজেপির এই যাত্রায়। প্রথম দিনই বিজেপির এই পদযাত্রা মেদিনীপুর শহর ছুঁয়ে খড়্গপুরে পৌঁছবে। তার আগে মাতকাতপুরের সভায় বক্তব্য রাখবেন দিলীপ ঘোষ-সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা বিজেপি এই কর্মসূচির জন্য রুট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রস্তুতি নেওয়া হয়েছে কয়েকদিন ধরেই। জেলা বিজেপির সভাপতি শমিত দাস বলেন, ‘‘ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার থেকে আমাদের জেলায় গাঁধী সংকল্প যাত্রা শুরু হবে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এই যাত্রা চলবে ১০ দিন ধরে। ঘাটাল ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রেও হবে এই সংকল্প যাত্রা।’’

দলীয় সূত্রে জানা গিয়েছে, ১০ দিন ধরে চলা এই কর্মসূচিতে বুধবার থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। ভাদুতলা থেকে শুরু হয়ে শেষ হবে পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। এই যাত্রা মেদিনীপুর, খড়্গপুর, নারায়ণগড়, কেশিয়াড়ি, দাঁতন, মোহনপুর, এগরা— মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্রই ছুঁয়ে যাবে। জেলা বিজেপির সম্পাদক অরূপ দাস বলেন, ‘‘১৫০ কিলোমিটার পথ পেরোবে এই সংকল্প যাত্রা। প্রতিদিন ১৫ কিলোমিটার করে যাত্রা হবে। সভা হওয়ার কথা ১৫টি, সেটা বাড়তেও পারে। জেলার এই কর্মসূচিতে রাজ্য সভাপতি ছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতৃত্ব যোগ দেবেন। প্রস্তুতি নেওয়া হয়েছে।’’

Advertisement

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সংকল্প যাত্রাকে আকর্ষণীয় করে তুলতে ছৌ নাচ, ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নাচও রাখা হয়েছে। বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করে করতে ছাড়ছে না তৃণমূল। দলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘ওদের সংকল্প যাত্রা আসলে গরিবকে আরও গরিব করা আর অম্বানিদের স্বার্থ রক্ষা করা। মানুষ এ সব গ্রহণ করবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন