করোনা-বিধি শেখাতে গিয়ে ভাইপোর চড়ে মৃত্যু ভূপতিনগরের বিজেপি কর্মীর

সেখানেই বচসার মধ্যে তাঁকে চড় মারেন সুভাষ জানা নামের এক যুবক। তাতেই মৃত্যু হয় গোকুলের (৬২)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভূপতিনগর শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৬:০৫
Share:

পুলিশকে ঘিরে গ্রামবাসীদের ভিড়—নিজস্ব চিত্র।

স্বামী কোভিড পজিটিভ। সেই অবস্থাতেই পরিবার নিয়ে বিয়েবাড়ি গিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। তা জানতে পেরেই বিক্ষুব্ধ গ্রামবাসীদের নিয়ে সেখানে হাজির হন বিজেপি নেতা গোকুলচন্দ্র জানা। সেখানেই বচসার মধ্যে তাঁকে চড় মারেন সুভাষ জানা নামের এক যুবক। তাতেই মৃত্যু হয় গোকুলের (৬২)। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পূর্ব মেদিনীপুরের ভুপতিনগর থানার ইটাবেড়িয়া অঞ্চলের গাজিপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। তবুও ওই সদস্যা পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন বিয়েবাড়ি। এই খবরে ক্ষোভ ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। তার পরই গোকুলের নেতৃত্বে এক দল গ্রামবাসী সেখানে এই কাজের প্রতিবাদ করতে থাকেন। তখনই শুরু হয় বচসা।

বচসার মধ্যেই গোকুলকে চড় মারেন সুভাষ। তার কিছুক্ষণ পরই মারা যান তিনি। সুভাষ গোকুলের দূর সম্পর্কের ভাইপো। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভুপতিনগর থানার পুলিশ। রাতেই মৃতের পরিবারের তরফে এফআইআর দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার মূল অভিযুক্ত সুভাষ জানা এবং শঙ্কর জানাকে গ্রেফতার করেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন