রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য দাসপুরে

শুক্রবার সকালে দাসপুর থানার গৌরা বাসস্টপে ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়েরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১৮:০৭
Share:

প্রতীকী ছবি।

সাতসকালে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। উদ্ধারের পর যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ওই যুবকের নাম বিজয় বারিক। শুক্রবার সকালে দাসপুর থানার গৌরা বাসস্টপে ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়েরা।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, তাঁকে খুনের উদ্দেশ্যেই মারধর করে ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজয় ওই এলাকারই বাসিন্দা। তাঁর বাড়ি দাসপুর থানার অন্তর্গত কিশোরপুরে। তিনি গৌরা মাছবাজারে কাজ করতেন। এ দিন সকালে গৌরা খালের পাশ থেকেই তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement