টুকরো খবর

শুধু রেলশহর খড়্গপুর নয়, আজ, রবিবার পুরভোটের প্রচারে ঘাটালেও আসছেন তৃণমূলের তারকা সাংসদ দেব। গত লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে জিতেই সংসদে গিয়েছেন তিনি। এ বার নিজের সেই সংসদ এলাকায় পুরভোটের প্রচার করবেন বাংলা ছবির সুপার স্টার। তৃণমূল সূত্রে খবর, দলীয় প্রার্থীদের সমর্থনে আজ ঘাটাল শহরে মোট ৮টি নিবার্চনী জনসভা করবেন দেব। তবে কোনও রোড-শো হবে না।

Advertisement
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৫ ০০:৫৩
Share:

ঘাটালে আজ প্রচারে দেব

Advertisement

শুধু রেলশহর খড়্গপুর নয়, আজ, রবিবার পুরভোটের প্রচারে ঘাটালেও আসছেন তৃণমূলের তারকা সাংসদ দেব। গত লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে জিতেই সংসদে গিয়েছেন তিনি। এ বার নিজের সেই সংসদ এলাকায় পুরভোটের প্রচার করবেন বাংলা ছবির সুপার স্টার। তৃণমূল সূত্রে খবর, দলীয় প্রার্থীদের সমর্থনে আজ ঘাটাল শহরে মোট ৮টি নিবার্চনী জনসভা করবেন দেব। তবে কোনও রোড-শো হবে না। ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক অরুণ মণ্ডল বলেন, “প্রতি সভায় মিনিট কুড়ি থাকবেন দেব। যাতে পুরসভার ১৭টি ওয়ার্ডের সব দলীয় প্রার্থীদের হয়েই তারকা প্রচার করতে পারেন সেই মতো সময়সূচি নির্ধারণ করা হয়েছে।” জানা গিয়েছে, এ দিন প্রথমে ঘাটাল শহরের নিশ্চিন্দিপুরে সভা করবেন দেব। পরে সভা হবে রামচন্দ্রপুর, আড়গোড়া, কেন্দ্রীয় বাসস্ট্যাড, কোন্নগর, তেঁতুলতলা-সহ আর সাত জায়গায়। ঘাটাল থেকে খড়্গপুর রওনা দেবেন দেব।

Advertisement

ফাঁকায় প্রচার

তখন সবে মাত্র বক্তব্য রাখতে শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। কিন্তু বক্তৃতা শুরুর মিনিট পাঁচেকের মধ্যেই ফাঁকা হতে শুরু করল দর্শকাসন। শনিবার এমন ছবিই দেখা দেল তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর খাস তালুক তমলুকের রাজ ময়দানে। তবে ফাঁকা আসন দেখেও হাল ছাড়েননি সুব্রতবাবু। টানা আধ ঘণ্টা বক্তব্য রাখেন তিনি। শুভেন্দু এ দিন নদিয়ায় প্রচারে গিয়েছিলেন। কাঁথিতে প্রচারে ব্যস্ত থাকায় তমলুকের সভায় আসেননি তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারীও। ফাঁকা আসনের ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূলের তমলুক শহর সভাপতি দিব্যেন্দু রায় বলেন, ‘‘দলের কর্মীরা পুরসভারই অন্যত্র প্রচারে ব্যস্ত ছিলেন।’’ এ দিন সুব্রতবাবুর সঙ্গে দেখা করেন চণ্ডীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারায় অভিযুক্ত দেবাশিস আচার্যের মা শিবানীদেবী। পার্থপ্রতিম দাসের তোলা ছবি।

ভোট লুঠের প্রতিবাদ

কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্যের নানা প্রান্তে মিছিল করল বামফ্রন্ট। শনিবার বিকেলে মেদিনীপুর শহরেও এই প্রতিবাদ মিছিল হয়। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। দলীয় সূত্রে খবর, রাজ্য নেতৃত্বই প্রতি জেলায় প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছিলেন। বামেদের অভিযোগ, কলকাতায় পুরভোটের নামে প্রহসন হয়েছে। অবাধে বুথ দখল করে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূলের লোকজন। বহু মানুষ বুথে গিয়েও নিজের ভোট নিজে দিতে পারেননি। আগামী ২৫ এপ্রিল পশ্চিম মেদিনীপুরেও ৬টি পুরসভায় ভোট রয়েছে। সিপিএমের মেদিনীপুর শহর জোনাল সম্পাদক সারদা চক্রবর্তী বলেন, “কলকাতায় ভোটের নামে প্রহসন হয়েছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। আমাদের প্রতিবাদ এখানেই।”

উদ্ধার যুবতী

লুধিয়ানার এক যুবতীকে গড়বেতা থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ। গত বৃহস্পতিবার সকালে গড়বেতায় বছর চব্বিশের ওই যুবতীকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখেন স্থানীয়রা। পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়। পরে মেদিনীপুর (সদর)-এর মহকুমাশাসক অমিতাভ দত্তের নির্দেশে তাঁকে মেদিনীপুরের হোমে রাখা হয়। পুলিশকে যুবতী জানান, এক পরিচিতের সঙ্গে তিনি লরিতে কলকাতা রওনা হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন