বাঁক নিতে গিয়ে পুকুরে বাস, জখম পাঁচ

দ্রুত গতিতে বাঁক ঘুরতে গিয়ে পুকুরে পড়ে গেল বাস। শনিবার বিকেলে দিঘা-কলকাতা রাজ্য সড়কের মারিশদার শিল্লিবাড়ির ঘটনা। জখম হয়েছেন পাঁচ জন। তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:১৩
Share:

পুকুর থেকে ক্রেনে করে তোলা হচ্ছে বাসটিকে। মারিশদার শিল্লিবাড়িতে সোহম গুহর তোলা ছবি।

দ্রুত গতিতে বাঁক ঘুরতে গিয়ে পুকুরে পড়ে গেল বাস। শনিবার বিকেলে দিঘা-কলকাতা রাজ্য সড়কের মারিশদার শিল্লিবাড়ির ঘটনা। জখম হয়েছেন পাঁচ জন। তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এ দিন সন্ধ্যা পর্যন্ত বাসটিকে পুকুর থেকে তোলা যায়নি। বাসের নীচে কেউ আটকে আছেন কি না তাও জানা যায়নি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন বিকেল ৪টে নাগাদ দিঘা-কুঁকড়াহাটি ওই রুটের বাসটি দিঘা যাচ্ছিল। মারিশদা বিডিও অফিস পেরিয়ে শিল্লিবাড়িতে দ্রুত গতিতে বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসটি উল্টে যায় পাশের পুকুরে। সঙ্গে সঙ্গেই ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরাই পুকুরে পড়ে যাওয়া বাসের মধ্যে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। পরে মারিশদা থানার পুলিশ এসে বাকিদের উদ্ধার করে। কাঁথির বনমালীপুরের বাসিন্দা স্বপন দিন্দা, কানাইলাল জানা, চন্দনপুরের কাজলরানি মাইতি, এগরার উদ্ধবপুরের বাসিন্দা চিত্তরঞ্জন ভূঁইয়া, ও কাঁথি কানাই ভগবানপুরের চন্দন মেট্টাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই, এসডিপিও ইন্দিরা মুখোপাধ্যায় ও কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ ঘটনাস্থলে আসেন। বৃষ্টির জন্য বাসটিকে পুকুর থেকে তুলতে দেরি হয়েছে বলে পুলিশের দাবি। এ দিকে রাস্তার উপর দু’টি ক্রেন দাঁড়িয়ে থাকায় দিঘা–কলকাতা সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যায় দিঘা-কলকাতা সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement