দুষ্কর্ম ঠেকাতে এ বার ক্যামেরা চন্দ্রকোনায়

এলাকায় আনাগোনা বাড়ছে দুষ্কৃতীদের। বেড়ে চলেছে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনাও। অধিকাংশ ক্ষেত্রেই দুষ্কৃতীরা অধরা। নিরাপত্তা বাড়াতে চন্দ্রকোনা পুর এলাকায় এ বার সিসি ক্যামেরার দাবিতে সরব এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সিসি ক্যামেরা বসানো হলে দুষ্কৃতীদের চিহ্নিত করা সহজ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৬:৩০
Share:

ত্রিফলায় সাজছে চন্দ্রকোনা পুর এলাকা। যদিও রাশ নেই অসামাজিক কাজকর্মে!

Advertisement

এলাকায় আনাগোনা বাড়ছে দুষ্কৃতীদের। বেড়ে চলেছে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনাও। অধিকাংশ ক্ষেত্রেই দুষ্কৃতীরা অধরা। নিরাপত্তা বাড়াতে চন্দ্রকোনা পুর এলাকায় এ বার সিসি ক্যামেরার দাবিতে সরব এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সিসি ক্যামেরা বসানো হলে দুষ্কৃতীদের চিহ্নিত করা সহজ হবে। দ্রুত তাদের গ্রেফতারও করা যাবে। পুরসভার চেয়ারম্যান অরূপ ধাড়া বলেন, “সিসি ক্যামেরা বসানো জরুরি। দ্রুত ক্যামেরা বসানোর পরিকল্পনা হচ্ছে।’’

চন্দ্রকোনায় ইতিমধ্যেই বসানো হয়েছে ত্রিফলা বাতিস্তম্ভ। পুর দফতরের বিশেষ উন্নয়ন তহবিল থেকে ১৮ লক্ষ টাকা ব্যয়ে বসানো হয়েছে আলো। পুজোর পর ফের পুর এলাকার আরও কিছু জায়গায় বসানো হবে আলো।

Advertisement

ত্রিফলা বসিয়ে শহর সাজানোর উদ্যোগকে সাধুবাদ জানালেও এলাকার বাসিন্দাদের দাবি, নজরদারি বাড়াতে বসানো হোক সিসি ক্যামেরা। ক্যামেরার মাধ্যমে নজরদারি শুরু হলে দুষ্কৃতীদের দৌরাত্ম্যও কমবে, এমনটাই আশা করছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক পদস্থ আধিকারিকও বলছেন, ‘‘পুলিশের পক্ষ থেকে পুর-কর্তৃপক্ষের কাছে সিসি ক্যামেরা বসানোর আর্জি জানানো হয়েছে। ক্যামেরার ফুটেজ পাওয়া গেলে যে কোনও ঘটনার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।’’

ইতিমধ্যেই পুর এলাকায় মোট ৬০টি সিসি ক্যামেরা বসানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পুলিশের সঙ্গে আলোচনা করেই এলাকা গুলি চিহ্নিত করা হয়েছে। প্রকল্প রিপোর্টও তৈরি হয়ে গিয়েছে। টাকা এলেই কাজ শুরু হবে। পুরসভার চেয়ারম্যান অরূপবাবু বলেন, ‘‘আপাতত গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে পুরসভার নিজস্ব তহবিলের টাকায় ক্যামেরা বসানোর কাজ শুরু করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন