ছত্রধর ঘনিষ্ঠ নেতা সন্তোষের আত্মসমর্পণ

দীর্ঘদিন ফেরার থাকার পর শু ক্রবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে অনিরুদ্ধ সাহার এজলাসে আত্মসমর্পণ করল জনগণের কমিটির নেতা ও তৎকালীন মাওবাদীদের ‘ছোট পেলিয়া স্কোয়াড’-এর সদস্য সন্তোষ পাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১৫
Share:

সন্তোষ পাত্র। ফাইল চিত্র।

দীর্ঘদিন ফেরার থাকার পর শু ক্রবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে অনিরুদ্ধ সাহার এজলাসে আত্মসমর্পণ করল জনগণের কমিটির নেতা ও তৎকালীন মাওবাদীদের ‘ছোট পেলিয়া স্কোয়াড’-এর সদস্য সন্তোষ পাত্র। বিচারক সন্তোষ পাত্রকে চোদ্দো দিন জেল হেফাজতের নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি অনিল মণ্ডল জানান, সন্তোষ পাত্র এসিজেএম অনিরুদ্ধ সাহার এজলাসে আত্মসমর্পণ করেন। ওর বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

Advertisement

জনগণের কমিটির আন্দোলন পর্বে ছত্রধর মাহাতোর ছায়াসঙ্গী সন্তোষকে প্রায়ই মিছিলের পুরোভাগে দেখা গিয়েছে। লালগড়ের কাঁটাপাহাড়ি ৮ নম্বর অঞ্চলের দাঁড়িগেড়িয়ার বাসিন্দা সন্তোষ জনগণের কমিটির কোষাধ্যক্ষ ছিল। ছত্রধর মাহাতোর গ্রেফতারির সময় কোনওক্রমে পালিয়ে যায় সন্তোষ। একসময়ের সিপিএম সদস্য সন্তোষ আগে তামা-পিতলের ব্যবসা করত। পরে মাওবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ে। সন্তোষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ-খুন-সন্ত্রাসের একাধিক মামলা রয়েছে। ২০০৮ সাল থেকে কিছু মামলার চার্জশিট পেশও হয়। যদিও অনেক মামলারই চার্জশিট পেশ হয়নি। সন্তোষের বিরুদ্ধে থাকা ১৪টি মামলার মধ্যে আটটি জামিন অযোগ্য ও ৬টি জামিনযোগ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন