উদ্বোধনের পর শিশু বান্ধব কক্ষ ঘুরে দেখছেন পুলিশ সুপার। ছবি: সোহম গুহ।
দাবা, লুডোর ছক থেকে মিকি মাউস, ছোটা ভীম।
ছোটদের কোনও হাল ফ্যাশনের স্কুল নয়, এমন বন্দোবস্ত খাস থানাতেই। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও কাজলা জনকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে কাঁথি মহিলা থানায় গড়ে তোলা হয়েছে শিশু বান্ধব কক্ষ। বুধবার সকালে জেলার প্রথম শিশু বান্ধব থানা ও শিশু বান্ধব কক্ষের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। জেলায় এই প্রথম কোনও শিশু বান্ধব থানার উদ্বোধন হল বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে জেলার প্রতিটি থানাতেই শিশু বান্ধব কক্ষ গড়ে তোলা হবে। প্রতিটি শিশু বান্ধব থানাতে একজন শিশু কল্যাণ আধিকারিক থাকবেন। অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে ১৮ বছরের কম বয়সী কাউকে গ্রেফতার করা হলে তাদের এই ঘরেই রাখা হবে। এমনকী উদ্ধার হওয়া নিখোঁজ শিশু-কিশোরদেরও রাখা হবে এই শিশুবান্ধব কক্ষে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘দেশে ১৮ বছরের কমবয়সী প্রতি ৩ জন শিশুর মধ্যে দু’জন শারীরিক নিগ্রহের শিকার। ‘জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন) আ্যক্ট ২০১৫’ অনুসারে শিশুর চাহিদা বা পছন্দকে মাথায় রেখেই জেলার প্রথম শিশু বান্ধব থানা ও কক্ষের ব্যবস্থা করা হয়েছে। কক্ষটি শিশুদের মনের মতো ক্রীড়াসামগ্রী দিয়ে সাজানো হয়েছে।’’
বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন পণ্ডা বলেন, “বিগত দু’দশক ধরে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজলা জনকল্যাণ সমিতি রাজ্যের বিভিন্ন জেলায় শিশু সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছে।’’ তিনি আরও বলেন, ‘‘শিশুদের সুরক্ষিত বলয় তৈরির জন্য চাইল্ড লাইন, পুলিশ প্রশাসন, জেলা শিশু সুরক্ষা ও শিশুকল্যান সমিতি ও অন্যান্য প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে যৌথ কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতেই এই শিশুবান্ধব কক্ষ চালু করার উদ্যোগ।”