মহরমের তাজিয়া নিয়ে মিছিল। বুধবার কেশপুরের ছুতারগেড়িয়ায়। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
সাম্প্রদায়িক সম্প্রীতির সুর গাঁথা হল মেদিনীপুরে। মহরমের শোক মিছিলে সামিল হলেন দুর্গোৎসব কমিটির লোকজনেরা।
মেদিনীপুর আলম কমিটির উদ্যোগে বুধবার বিকেলে মেদিনীপুর শহরে এক শোক মিছিল বেরোয়। মহরম উপলক্ষে শহরের মির্জামহল্লা থেকে মিছিলটি শুরু হয়। ছিলেন বিধায়ক আশিস চক্রবর্তী, পুরপ্রধান প্রণব বসু, প্রাক্তন বিধায়ক সন্তোষ রাণা, কাউন্সিলর সৌমেন খান প্রমুখ। নিমতলাচক, স্কুলবাজার হয়ে মিছিলটি নতুনবাজারে পৌঁছয়। এখানে কারবালা শরিফ রয়েছে।
আলম কমিটির সম্পাদক আব্দুল রাসেদ বলেন, “জাতি-ধর্ম, দল-মত নির্বিশেষে সকলেই শোক মিছিলে পা মিলিয়েছেন।”
দুর্গোৎসব কমিটির পক্ষে বৈদ্যনাথ বেহেরা বলছিলেন, “মেদিনীপুর শান্তির শহর, সম্প্রীতির শহর। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলেই একসঙ্গে থাকি। এটাই এই শহরের ঐতিহ্য। এই মেলবন্ধন আরও মজবুত করতেই এই উদ্যোগ।” আলম কমিটির কার্যকরী সভাপতি রাজেশ হোসেন বলছিলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতিই এই শহরের মূলধন। এমন উদ্যোগের ফলে সেই সম্প্রীতির মেলবন্ধন আরও মজবুতই হবে।”
বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন মহল্লা থেকে তাজিয়া নিয়ে মিছিল বেরোয়। গোলকুয়াচকের কাছে মেলা বসে। বহু মানুষ এখানে আসেন। ছিলেন পুলিশ-প্রশাসনের কর্তা ও পুরকর্তারাও। বেশ কয়েকটি মহল্লা সুশৃঙ্খল ভাবে মিছিল করে। শ্রেষ্ঠ আখড়া ও মিছিল পরে পুরস্কৃতও করা হবে। সবে দুর্গাপুজো শেষ হয়েছে। মঙ্গলবারই ছিল দশমী। বুধবার পালিত হল মহরম। পিঠোপিঠি দুই উৎসব সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয়েছে মেদিনীপুরে। সাম্প্রদায়িক সম্প্রীতির সুরে আরও একবার গাঁথা পড়ল শহর।
পূর্ব মেদিনীপুরের তমলুক শহর সহ জেলা জুড়েই মহরম পালিত হল। বুধবার বিকেলে তমলুক শহরের লালদিঘি, পাঁশকুড়া পুরাতন বাজার সংলগ্ন কারবালা ময়দান, নন্দকুমারের নামালক্ষ্যা, সাওড়াবেড়িয়া, চণ্ডীপুরের চৌখালি বাজার-সহ বিভিন্ন এলাকায় তাজিয়া বের হয় এবং নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁশকুড়া পুরাতন বাজারের কাছে সদরঘাট সংলগ্ন কারাবালা ময়দানে মহরম উপলক্ষে একাধিক তাজিয়া বের হয়। এখানে মহরম উপলক্ষে তিনদিনের মেলার আয়োজন করা হয়েছে। মহরম কমিটির সহ-সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘‘মহরম উপলক্ষে তাজিয়া এলাকা পরিক্রমা ছাড়াও ধর্মীয় বিষয়ে আলোচনাসভা, লাঠিখেলা-সহ নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে।’’ পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে মহরম পালিত হয়েছে ।
বুধবার পবিত্র মহরমের দিন হলেও কাঁথি-সহ মহকুমার বেশির ভাগ এলাকায় বৃহস্পতিবার মহরম উদযাপিত হবে। বৃহস্পতিবার কাঁথি মুসলিম শরাহ কমিটির পরিচালনায় কাঁথির দারুয়া কারবালা ময়দানে মহরম উদযাপন করা হবে বলে শরাহ কমিটি সুত্রে বলা হয়েছে। কাঁথি মহকুমার রামনগর থানার দেউলিহাট, রতনপুর-সহ খেজুরি থানার বেশ কিছু জায়গায় অবশ্য বুধবার মহরম পালিত হচ্ছে বলে কাঁথির এসডিপিও ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন। মহরম উপলক্ষে মহকুমা জুড়ে পুলিশি নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে।