সবং

জমি বিবাদে গোষ্ঠী সংঘর্ষ

জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে জখম হলেন তিনজন। তিনজনই তৃণমূল কর্মী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে সবংয়ের সাঁওতা গ্রামে। স্থানীয় শ্মশানের জমিতে পাট্টা নিয়ে বিবাদের জেরেই এই অশান্তি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ০১:০৫
Share:

জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে জখম হলেন তিনজন। তিনজনই তৃণমূল কর্মী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে সবংয়ের সাঁওতা গ্রামে। স্থানীয় শ্মশানের জমিতে পাট্টা নিয়ে বিবাদের জেরেই এই অশান্তি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্মশান সংলগ্ন বেশ কিছু জমি দীর্ঘ দিন ধরেই ফাঁকা পড়ে রয়েছে। বাম আমলে ওই জমিতে বেশ কয়েকজনকে পাট্টা দেওয়া হয়েছিল। এত দিন সেখানে চাষাবাদ করতেন ওই পাট্টা প্রাপকেরা। বছর কয়েক আগে ওই পাট্টা প্রাপকেরা তৃণমূলে যোগ দেয়। পরে কয়েকটি কংগ্রেস সমর্থক পরিবার ওই শ্মশানের জমি দখল করে চাষ করছিল। মাস দু’য়েক আগে কংগ্রেস সমর্থক পরিবারগুলিও তৃণমূলে যোগ দিয়েছে। সদ্য তৃণমূলে আসা ওই পরিবারগুলি এ বার পাট্টার দাবি তুলেছে। তাতেই আপত্তি পাট্টার জমিতে থাকা পুরনো তৃণমূল কর্মীদের। এ নিয়েই বৃহস্পতিবার রাতে দু’পক্ষের অশান্তি শুরু হয়।

ঘটনাটিকে গোষ্ঠী কোন্দল বলে মানতে নারাজ তৃণমূলের ব্লক সভাপতি প্রভাত মাইতি। তাঁর যুক্তি, “এখন তো সকলেই তৃণমূল। শ্মশানের জমি নিয়ে গ্রাম্য সমস্যার জেরে মারামারি হয়েছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।’’ সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা সবং পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পণ্ডার অবশ্য বক্তব্য, “আমি ঠিক করেছি, নতুন ও পুরনো সকলকে উচ্ছেদ করে শ্মশানের জমি খালি করার প্রক্রিয়া শুরু করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement