ব্যাটারি কারখানার উদ্বোধন

রাত পোহালেই হলদিয়ায় মুখ্যমন্ত্রী

রাত পোহালেই এক্সাইড ইন্ডাস্ট্রিজের ব্যাটারি কারখানার উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর সুরক্ষায় গোটা রানিচক এবং দুর্গাচক এলাকা ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে।

Advertisement

হলদিয়া

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ০১:০৩
Share:

রাত পোহালেই এক্সাইড ইন্ডাস্ট্রিজের ব্যাটারি কারখানার উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর সুরক্ষায় গোটা রানিচক এবং দুর্গাচক এলাকা ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাখা হচ্ছে জেলার সমস্ত পুলিশ অফিসারদের। একইসঙ্গে রাখা হচ্ছে র‌্যাফ ও কমব্যাট ফোর্সও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের দ্বিতীয় দিনেই দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামবে দুর্গাচক স্টেডিয়ামে। সেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয়যাবে এক্সাইড ইন্ডাস্ট্রিজের ভেতরে। সেখানেই নতুন ব্যাটারি কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কারখানাটি ঘুরে দেখার জন্য তিনটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও দুই মন্ত্রীর থাকার কথা। কারখানার মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। দুপুর ২টো নাগাদ হেলিকপ্টারে চেপে পশ্চিম মেদিনীপুর যাওয়ার কথা। তবে দুর্গাচক স্টেডিয়ামে যদি হেলিকপ্টার নামতে সমস্যা হয়, সেই কারণে বিকল্প রাখা হয়েছে আইটিআই গ্রাউন্ডও।

মুখ্যমন্ত্রী আসবেন বলে ইতিমধ্যেই সেজে উঠেছে গোটা এক্সাইড কারখানা। চারিদিকে মুখ্যমন্ত্রীর ছবি সহ ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে। মঞ্চ নীল সাদা রঙের কাপড়ে ঢেকে ফেলা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সফরে নিরাপত্তার সমস্ত ব্যবস্থা রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা বলয় ছাড়াও সবরকম নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।”

Advertisement

প্রতিযোগিতা। হলদিয়া ক্যারাটে গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুরু হয়ে গেল ক্যারাটে প্রতিযোগিতা। দুর্গাচক স্টেডিয়ামের মাঠে প্রতিযোগিতা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement