জামবনি

প্রাক্তন টিচার ইনচার্জের বিরুদ্ধে তছরুপের নালিশ

জামবনি ব্লকের পড়শুলি ঝাড়েশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তহবিল খরচে বিস্তর অসঙ্গতি ধরা পড়েছে। পরিচালন কমিটির একাংশের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার স্কুলের প্রাক্তন টিচার-ইনচার্জ সৌমেন দাসকে তলব করেছিলেন ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০
Share:

জামবনি ব্লকের পড়শুলি ঝাড়েশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তহবিল খরচে বিস্তর অসঙ্গতি ধরা পড়েছে। পরিচালন কমিটির একাংশের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার স্কুলের প্রাক্তন টিচার-ইনচার্জ সৌমেন দাসকে তলব করেছিলেন ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক।

Advertisement

পরিচালন কমিটির কয়েকজন সদস্যের অভিযোগ, ২০১৫-র ২ ফেব্রুয়ারি থেকে ২০১৬-র ৩০ জুন পর্যন্ত টিচার ইনচার্জের দায়িত্বে ছিলেন স্কুলের বিজ্ঞানের সহশিক্ষক সৌমেনবাবু। সরকারি নিয়ম অনুযায়ী, ওই সময় তিনি পরিচালন কমিটির সম্পাদক ছিলেন। অভিযোগ, ওই সময়ের মধ্যে সৌমেনবাবু স্কুলের বিভিন্ন তহবিল থেকে কয়েক লক্ষ টাকা তুলে নেন। সেই টাকা খরচের হিসেবে বিস্তর অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ।

গত বছর ডিসেম্বরে স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হস্টেল খাতে বরাদ্দ ৩ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা তুলেছিলেন সৌমেনবাবু। অভিযোগ, পুরো টাকাটাই তিনি নিজের কাছে রেখে দেন। পরে ওই টাকার মধ্যে চলতি বছরের জানুয়ারিতে হস্টেলের জন্য মুদি দোকানের খরচ বাবদ দেড় লক্ষ টাকা মেটানো হয়েছে বলে স্কুলের নথিতে দেখানো হয়েছে। স্কুলের হস্টেল ভবন তৈরির জন্য সরকারি বরাদ্দে পাওয়া ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যাঙ্কে গচ্ছিত ছিল। নির্মীয়মান হস্টেল ভবনটি তৈরির কাজ অনেক বাকি রয়েছে, অথচ ব্যাঙ্কে পড়ে রয়েছে যৎসামান্য টাকা। অভিযোগ, স্কুলের বেতনের অ্যাকাউন্ট থেকেও নিয়ম বহির্ভূতভাবে সুদের টাকা তুলে নিয়েছেন সৌমেনবাবু। প্রতিটি চেক-এ তাঁর স্বাক্ষর রয়েছে।

Advertisement

পরিচালন কমিটির সদস্য অনাদি মাহাতো, সুভাষ মাহাতো, ক্ষিতীশ মাহাতোদের অভিযোগ, ‘‘পরিচালন কমিটিতে কোনও রকম আলোচনা না করে যথেচ্ছ তহবিল তছরূপ করেছেন সৌমেনবাবু।” অভিযোগের ভিত্তিতে পরিচালন কমিটির সিদ্ধান্তক্রমে সৌমেনবাবুকে গত ৩০ জুন টিচার-ইনচার্জের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন টিচার-ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলেরই বাংলার সহশিক্ষিকা পাপড়ি মাহাতোকে।

এদিন বিকেলে এডিআই সমর দাসের অফিস ঘরে অভিযুক্ত সৌমেনবাবু ও অভিযোগকারী পরিচালন কমিটির সদস্যরা হাজির ছিলেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পরে এ দিন অবশ্য এডিআই সমরবাবু কোনও সিদ্ধান্ত নেননি। আগামী ৪ অক্টোবর ফের উভয়পক্ষকে নিয়ে শুনানির জন্য তলব করেছেন তিনি।

ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক সমর দাস বলেন, “কিছু অসঙ্গতি ধরা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।” অভিযুক্ত সৌমেনবাবু কোনও মন্তব্য করতে চাননি।

দেহ উদ্ধার। রামনগর থানার দক্ষিণ তেঁতুলতলা গ্রামে মঙ্গলবার সকালে বাড়ির ভেতরে গলায় দড়ি দেওয়া অবস্থায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃত যুবকের নাম অজয় বারিক(২৪)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement