পূর্বে জেলা সম্পাদকমণ্ডলী

তরুণ তুর্কিদের ঠাঁই পাওয়া নিয়ে জল্পনা সিপিএমেই

বছর ঘুরলেই বিধানসভা ভোট। রাজ্যে জমি হারানো বামেরা বিধানসভার মহারণে ঘুরে দাঁড়াতে মরিয়া। সে জন্য প্রয়োজন দলের তরুণ ব্রিগেডকে চাঙ্গা করা। দলে আরও বেশি করে তরুণদের দায়িত্বে আনার বিষয়ে ইতিমধ্যেই দল সিদ্ধান্ত নিয়েছে। কয়েক মাস আগেই সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী গঠন হয়েছে। আজ, শনিবার সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলী গঠন করা হবে। নতুন জেলা সম্পাদকমণ্ডলীতে তরুণরা কতটা প্রাধান্য পায়, এখন সেটাই দেখার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০১:৩৬
Share:

বছর ঘুরলেই বিধানসভা ভোট। রাজ্যে জমি হারানো বামেরা বিধানসভার মহারণে ঘুরে দাঁড়াতে মরিয়া। সে জন্য প্রয়োজন দলের তরুণ ব্রিগেডকে চাঙ্গা করা। দলে আরও বেশি করে তরুণদের দায়িত্বে আনার বিষয়ে ইতিমধ্যেই দল সিদ্ধান্ত নিয়েছে। কয়েক মাস আগেই সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী গঠন হয়েছে। আজ, শনিবার সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলী গঠন করা হবে। নতুন জেলা সম্পাদকমণ্ডলীতে তরুণরা কতটা প্রাধান্য পায়, এখন সেটাই দেখার।

Advertisement

সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীতে বর্তমানে ১০ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ জনই ষাটোর্ধ্ব। আমন্ত্রিত দু’জন সদস্য মিলিয়ে নতুন জেলা সম্পাদকমণ্ডলীতে সর্বোচ্চ ১৮ জন সদস্য নেওয়া যাবে। ফলে নতুন কমিটিতে আরও আট জনকে নেওয়া যেতে পারে। সিপিএম সূত্রে খবর, সদস্য নির্বাচনের ক্ষেত্রে দলের সর্বক্ষণের কর্মীদের আগে গুরুত্ব দেওয়া হবে। দলের জেলা কমিটির এক তরুণ সদস্যের কথায়, ‘‘লোকাল ও জোনাল কমিটিতে কম বয়সীদের প্রাধান্য দেওয়া হয়েছে। একই ভাবে, জেলা সম্পাদকমণ্ডলীতেও তরুণদের নিয়ে আসা হলে সাংগঠনিক কাজে সুবিধা হবে বলেই মনে হয়।’’

গত ফেব্রুয়ারি মাসে হলদিয়ার সুতাহাটার সুবর্ণ জয়ন্তী হলে সিপিএমের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নিরঞ্জন সিহিকে সিপিএমেরর জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। গঠন করা হয় ৭০ জনের জেলা কমিটিও। জেলা কমিটির অধিকাংশের বয়স ষাটের উপর। দলের নতুন জেলা সম্পাদকমণ্ডলী গঠনে কী তরুণ তুর্কিরাই প্রাধান্য পাবে? এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি নিরঞ্জনবাবু। তাঁর কথায়, ‘‘জেলা সম্পাদক মণ্ডলী গঠন হলে সকলে সব জানতে পারবেন। এ নিয়ে কিছু বলব না।’’

Advertisement

বর্তমানে দলের জেলা সম্পাদকমণ্ডলীতে হলদিয়ার কোনও সদস্য নেই। দলের একাংশে সম্পাদকমণ্ডলীতে হলদিয়ার নেতা অন্তর্ভুক্তির দাবিও রয়েছে। সিপিএম সূত্রে খবর, আগামী শনিবার তমলুকে সিপিএমের জেলা কার্যালয়ে দলের জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব। তাঁদের উপস্থিতিতেই নতুন জেলা সম্পাদকমণ্ডলী তৈরি হওয়ার কথা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন