Coronavirus

করোনার জের, বরাত মাস্কের 

জেলা স্বাস্থ্য দফতরের ওই সূত্র মনে করিয়ে দিচ্ছে, চিনের পরিধি বেরিয়ে অনেক দেশে ছড়িয়েছে করোনাভাইরাসের সংক্রমণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০০:৪২
Share:

বাজারে মিলছে চিনে তৈরি মাস্কও। মেদিনীপুরে। ছবি: কিংশুক আইচ

করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কের জের। একলপ্তে বিপুল ফেস মাস্ক কেনার তোড়জোড় শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দু’হাজারেরও বেশি ফেস মাস্ক কেনা হতে পারে। ওই মাস্ক পাঠানো হবে গ্রামীণ হাসপাতালগুলিতে। হাসপাতালগুলির চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের ওই মাস্ক পরার পরামর্শ দেওয়া হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা মানছেন, ‘‘ইতিমধ্যে কিছু মাস্ক কেনা হয়েছে। আরও বেশ কিছু মাস্ক কেনা হচ্ছে।’’ তাঁর বক্তব্য, ‘‘সুরক্ষার কথা ভেবেই এই পদক্ষেপ।’’

Advertisement

জেলা স্বাস্থ্য দফতরের ওই সূত্র মনে করিয়ে দিচ্ছে, চিনের পরিধি বেরিয়ে অনেক দেশে ছড়িয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রাণ গিয়েছে অনেক মানুষের। আক্রান্ত হয়েছেন আরও অনেক মানুষ। যে সব দেশে করোনার সংক্রমণ ছড়িয়েছে তারমধ্যে ভারতও রয়েছে। সংক্রমণের আতঙ্ক পৌঁছেছে পশ্চিম মেদিনীপুরেও। ওই সূত্র মনে করিয়ে দিচ্ছে, ইতিমধ্যে চিন ফেরত, এ জেলার বাসিন্দা চারজনের উপরে নজরদারি চালানো হয়েছে। শুধু জেলা স্বাস্থ্য দফতর নয়, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষও পৃথকভাবে ফেস মাস্ক কিনেছেন। সম্প্রতি প্রায় একশোটি মাস্ক কেনা হয়েছে।

জেলার এক স্বাস্থ্য আধিকারিক জানাচ্ছেন, কথা বলা, হাঁচি, কাশির সময় মুখ থেকে বেরনো ছিটে থেকেই ছড়ায় ওই ভাইরাস। জেলার ওই স্বাস্থ্য আধিকারিকের কথায়, ‘‘করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে এখন অনেকে ওই মাস্ক ব্যবহার করছেন। ওই মাস্ক সংক্রমণ প্রতিরোধে সক্ষম।’’ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কারও করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে তাঁর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘‘ইতিমধ্যে জেলায় চারজনের উপরে নজরদারি চালানো হয়েছে। ওই চারজনই চিন থেকে ফিরেছিলেন। ইরান ফেরত দু’জন জেলায় ফিরলে তাঁদের উপরেও নজরদারি চালানো হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। তবে করোনাভাইরাস নিয়ে এখন আতঙ্কের কিছুই নেই। কারণ, জেলায় নতুন করে একজন সন্দেহভাজনও চিহ্নিত হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement