ছবি: পিটিআই
করোনা পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার দফায় দফায় বৈঠক হয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরে। ব্লকগুলির সঙ্গে জেলারও বৈঠক হয়েছে। পরিস্থিতি দেখে জেলা প্রশাসন এদিন থেকে কন্ট্রোল রুম চালু করেছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, ‘‘জেলা থেকে যে যে পদক্ষেপ করার সবই করা হচ্ছে।’’ করোনা পরিস্থিতি মোকাবিলায় এই প্রথম জেলাস্তরে দফায় দফায় বৈঠক হল। প্রশাসন সূত্রের খবর, এদিন দুপুরে নবান্ন থেকে ভিডিয়ো-বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার তরফে ওই বৈঠকে ছিলেন জেলাশাসক রশ্মি কমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা প্রমুখ। ওই বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলা থেকে ইতিমধ্যে কী কী পদক্ষেপ করা হয়েছে তা ওই বৈঠকে জানানো হয়েছে। কারও করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত তাঁর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে গৃহবন্দি রেখে পর্যবেক্ষণে রাখতে হবে। করোনাভাইরাস সংক্রান্ত যে কোনও বিষয়ে যোগাযোগের জন্য চালু হওয়া জেলার টোল ফ্রি নম্বরটি হল, ১০৭৭। কন্ট্রোল রুমের নম্বর হল, ০৩২২২- ২৭৫৮৯৪।
করোনাভাইরাস থেকে কী ভাবে বাঁচতে হবে, শীঘ্রই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। জেলার সব ব্লক, শহরে সচেতনতামূলক প্রচারও হবে।