ভোট দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু

ভোট দিয়ে ফেরার পথে মোটরবাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দম্পতির। সোমবার দুপুরে ঘাটাল-পাঁশকুড়া সড়কের এই দুর্ঘটনায় মৃতদের নাম অনুপ ডোগরা(৩৪) ও টুম্পা ডোগরা(২৪)। মৃতদের বাড়ি দাসপুর থানারই শ্যামসুন্দরপুরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০০:৫৫
Share:

মৃত দম্পতি। —নিজস্ব চিত্র।

ভোট দিয়ে ফেরার পথে মোটরবাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দম্পতির। সোমবার দুপুরে ঘাটাল-পাঁশকুড়া সড়কের এই দুর্ঘটনায় মৃতদের নাম অনুপ ডোগরা(৩৪) ও টুম্পা ডোগরা(২৪)। মৃতদের বাড়ি দাসপুর থানারই শ্যামসুন্দরপুরে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট দেওয়ার জন্য দিন কয়েক আগে পেশার সোনার কারিগর অনুপবাবু পুণে থেকে গ্রামে ফিরেছিলেন। সোমবার স্ত্রীকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরে বছর ছ’য়েকের মেয়ে সঞ্চিতাকে নিয়ে দাসপুর শহরে আইসক্রিম খেতে যাওয়ার কথাও ছিল তাঁদের। এ দিন ভোট দিয়ে বাইক চেপে ফেরার পথে মূল সড়কে উঠতেই চন্দ্রকোনাগামী একটি বাস তাঁদের ধাক্কা মারে। বাইক-সহ ‌দু’জনকেই কিছুটা দুরে টেনে নিয়ে চলেও যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির।

এ দিকে ছেলে-বৌমার মৃত্যু সংবাদ শোনার পরই নিজেকে ঠিক রাখতে পারেননি অনুপবাবুর মা সরস্বতী দেবী। ঘনঘন বাড়ির উঠানে মাথা ঠুকছেন। বলেন, “ভোট দিতে গিয়ে আমার এরকম সবর্নাশ হবে ভাবিনি!” বাড়িতে ততক্ষণে জমে গিয়ে প্রতিবেশীদের জটলা। টুম্পাদেবীর বন্ধু মিঠু ডোগরার কথায়, “ভোট দিতে যাওয়ার সময় বলে গিয়েছিল, মেয়ে ঘুম থেকে উঠে গেলে আমি যেন সঞ্চিতাকে বাড়ি নিয়ে চলে যাই। তাড়াতাড়ি ফিরবেও বলেছিল। কিন্তু সব শেষ হয়ে গেল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement