CPM

আজ মহামিছিলে সূর্যকান্ত

দলীয় সূত্রে খবর, মিছিলের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার জেলা কংগ্রেসের নতুন সভাপতি সমীরের সঙ্গে কথা বলেছেন সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায়। কংগ্রেস নেতা-কর্মীদের মিছিলে আসার আহ্বান জানিয়েছেন তরুণ। আহ্বানে সাড়া দিয়েছেন সমীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ০১:০৩
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রের নতুন কৃষি আইনের প্রতিবাদে আজ, বুধবার মেদিনীপুরে মহামিছিল করতে চলেছে বামেরা। সঙ্গী হবে কংগ্রেসও। মিছিলে নেতৃত্ব দেবেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দলীয় সূত্রে খবর, বুধবার দুপুরে শহরের কলেজ-কলেজিয়েট স্কুল মাঠের সামনে থেকে মহামিছিল শুরু হবে। এখানে সংক্ষিপ্ত এক সভা হওয়ার কথা। সভায় বক্তৃতা করবেন সূর্যকান্ত। এখান থেকে শুরু হয়ে বটতলাচক, কেরানিতলা, কালেক্টরেট মোড়, এলআইসি মোড়, পঞ্চুরচক হয়ে মিছিল ফের কলেজ- কলেজিয়েট স্কুল মাঠের সামনে এসেই শেষ হওয়ার কথা। কর্মসূচির সমর্থনে গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করেছে বামেরা।

Advertisement

সোমবারই পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি পদে রদবদল হয়েছে। দলের নতুন জেলা সভাপতি হয়েছেন সমীর রায়। দলীয় সূত্রে খবর, মিছিলের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার জেলা কংগ্রেসের নতুন সভাপতি সমীরের সঙ্গে কথা বলেছেন সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায়। কংগ্রেস নেতা-কর্মীদের মিছিলে আসার আহ্বান জানিয়েছেন তরুণ। আহ্বানে সাড়া দিয়েছেন সমীর। মঙ্গলবার সমীর বলেন, ‘‘বুধবারের মিছিলে আমরা থাকছি।’’

কৃষি বিলের প্রতিবাদে মেদিনীপুরে মহামিছিলের ডাক দিয়েছে তৃণমূলও। কাল, বৃহস্পতিবার শহরে এই মিছিল হবে। তারও প্রস্তুতি শুরু হয়েছে। পরপর দু’দিনের দুই মহামিছিল ঘিরে সদর শহরে যানজটের আশঙ্কা রয়েছে। মিছিলের ভিড়ে করোনা সুরক্ষা বিধি শিকেয় ওঠার আশঙ্কাও রয়েছে। বামেদের আশ্বাস, করোনা সুরক্ষা বিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল হবে। একই আশ্বাস তৃণমূলের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই দিন শহরের কিছু মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। কিছু এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন